।। প্রথম কলকাতা ।।
চীনকে বাইডেনের হুঁশিয়ারি। আর একবার ভারতকে আটকালে পাকিস্তান আমেরিকার এ রূপ দেখে চমকে গেল। ভারত ওই পদটায় পৌঁছলেই পাকিস্তান শেষ। এবার হয়তো খুলে যেতে পারে বন্ধ দরজাটা। হাতেগোনা কয়েকদিন আগেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবার বাইডেনের গলাতেও সেই সুর এবার কী তাহলে সেই দিন আর দূরে নেই। যখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাবে ভারত। আমেরিকান প্রেসিডেন্ট শুধু গর্জালেন না চীনের ওপর গর্জালেন। একেই মোদী-বাইডেনের ভারতের মাটিতে বৈঠকে বেজিংয়ে রাতের ঘুম এমনিতেই উড়ে গেছে। চীন জানে তাদের বাড়াবাড়ির রুখে দেওয়া হবে কড়া হাতে। তারপর আবার বাইডেনের মুখে হুঁশিয়ারি।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য হতে পারছে না তা নিয়ে চীনকে কেন হুঁশিয়ারি দিলেন বাইডেন? ভারতের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদে সংস্কার চেয়ে সরব হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাপারটা ভালো করে বুঝুন। ভারত যতবার রাষ্ট্রপুঞ্জের এই সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হতে চেয়েছে ততবার বাধা দিয়েছে একমাত্র চীন। জয়শঙ্কর সেজন্যই বার্তা দিয়েছিলেন যারা আমাদের পথে বাধা দিচ্ছে, তারা শুধু চেষ্টাই করে যাবে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাৎপর্যপূর্ণ ভাবে, গত মে মাসে জইশ-ই-মহম্মদের জঙ্গি আবদুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত। তাতে বাধা দেয় বেজিং। গত বছরের জুনে লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত। কিন্তু চীনের বিরোধিতায় ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে লস্কর জঙ্গি শাহিদ মাহমুদের ক্ষেত্রেও একই ভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেজিং।
এর মানে ভারতের হাতে এই পাওয়ার আসুক কোনও ভাবেই চায় না চীন কারণ নেপথ্যে রয়েছে পাকিস্তান। ভারত একবার যদি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হয়ে যায় তাহলে পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি কার্যকলাপে দিন খতম। সেটা হোক একেবারেই চায় না বেজিং। চলতি বছরের জুন মাসে রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে সংস্কার ও তাতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাইডেন। এবার তিনি সেই একই কাজ করলেন ভারতের মাটিতে দাঁড়িয়ে যৌথ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় নিরাপত্তা পরিষদে সংস্কার চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও। এবার দেখার এই ইস্যুতে জল কোনদিকে গড়ায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম