।। প্রথম কলকাতা ।।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিল্লিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের জায়গা আরও শক্তিশালী করল ভারত। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জয়ের পর, চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
সেই সঙ্গে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। দিল্লি টেস্টে জয়ের পর ভারতের পয়েন্ট শতাংশ ৬১.৬৬ থেকে ৬৪.০৬-এ চলে গেছে। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ চক্রে ১৬ ম্যাচে ১০তম জয় পেয়েছে ভারত। অন্যদিকে, লিগ টেবিলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৭০.৮৩ থেকে কমে ৬৬.৬৬ শতাংশে নেমে এসেছে। এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য বাকি দুটি টেস্টের মধ্যে অন্তত একটিতে জয় প্রয়োজন রোহিতের দলের।
ভারত যদি আরও একটি টেস্ট জিততে সক্ষম হয় তবে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে উপেক্ষা করেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজে ৬০-প্লাস পয়েন্ট শতাংশ অর্জনের সুযোগ রয়েছে দ্বীপরাষ্ট্রটির। যদি দুটি ম্যাচেই শ্রীলঙ্কা জয়লাভ করে তবে তাদের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬১.১১ শতাংশ। সেক্ষেত্রে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ৩-১ ব্যবধানে জয় পেলে ভারতের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬১.৯২। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে জায়গা করে নেবে। আর ভারত যদি ৩-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ শেষ করে, তাহলে দলটি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে উঠে যাবে। এবং দ্বিতীয় স্থানের জন্য অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে।