।। প্রথম কলকাতা ।।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্টে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রানে পরাজিত করে। যার কারণে শনিবার টিম ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা নিশ্চিত করার দিকে এক ধাপ এগিয়ে গেছে।
রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জাদুতে মাত্র তিন দিনেই জয় ছিনিয়ে নেয় ভারত। রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন পাঁচটি উইকেট দখল করেন। নাগপুর টেস্টের জয়ের সঙ্গে ভারত চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের জয়ের শতাংশও উন্নত করেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম টেস্টের আগে রোহিতবাহিনীর জয়ের শতাংশ ছিল ৫৮.৯৩। নাগপুর টেস্টে জয়ের পর ভারতের এখন জয়ের শতাংশ ৬১.৬৭। সেখানে অস্ট্রেলিয়ার এই হারে জয়ের শতাংশ ৭৫.৫৬ শতাংশ থেকে কমে ৭০.৮৩ হয়েছে। গতবারের রানার্স ভারতকে ফাইনালে জায়গা করে নিতে হলে বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে হবে।
যদিও টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। ৫৩.৩৩ জয়ের শতাংশ নিয়ে শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তাদের জয়ের শতাংশ রয়েছে ৪৮.৭২। তবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে।