।। প্রথম কলকাতা ।।
Ind vs Aus: ২২ মার্চ বুধবার স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ হেরে ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থান হারিয়েছে ভারত। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২১ রানে হেরেছে রোহিতবাহিনী।
#TeamIndia came close to the target but it's Australia who won the third and final ODI by 21 runs.#INDvAUS | @mastercardindia pic.twitter.com/1gmougMb0T
— BCCI (@BCCI) March 22, 2023
২০২৩ সালের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছিল ভারত। এরপর, নিজেদের আধিপত্য বজায় রাখে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই জিতে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ভারতও টানা তাদের অষ্টম ওডিআই ম্যাচ জয় করে। তবে ভাইজাগ এবং চেন্নাইয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
সিরিজ হারার পর, ভারত আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ২ নম্বরে নেমে গেছে, যদিও তারা অজিদের সঙ্গে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে। এদিন অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর দ্য মেন ইন ব্লুও ২০১৯ সালের মার্চের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজে পরাজিত হল। সাইবার অস্ট্রেলিয়ার কাছে ২-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৬৯ রান করে। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া তিনটি করে উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিচেল মার্শ। ভারত রান তাড়া করতে গিয়ে বিরাট কোহলি ৫৪ রান করলেও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি। মাত্র ২৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অ্যাডাম জাম্পা ৪ উইকেট দখল করেন।