।। প্রথম কলকাতা ।।
India China: ভারতকে নিয়ে মারাত্মক আতঙ্ক চিনের মধ্যে। আমেরিকাকে টপকে গেল নয়া দিল্লি প্রকাশ্যে চলে এল চিনের মিডিয়া রিপোর্ট। ইন্ডিয়ান আর্মিকে স্থান সেখানকার নাগরিকেরা কী ভাবে? আন্তর্জাতিক স্তরে নয়া দিল্লির জন্য মারাত্মক পজেটিভ খবর। শি জিনপিং বা তাঁর লালফৌজের ভারতকে নিয়ে কী টার্গেট সেটা জানলেও তাদের সমগ্র চিন কি ভাবছে এমূহুর্তে ভারতকে নিয়ে। ভারত একবার কোনওভাবে ন্যাটোর ধারে কাছে গেলে। সেটা যে হবে চিনের আঁতকে ওঠার খবর প্রমাণ হয়ে গেল।
আমেরিকা নয় ভারতকে চিনের নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি মনে করে চিনারা। আপাত দৃষ্টিতে খবরটা শুনে নেগেটিভ মনে হলেও ভারতের জন্য এটা মারাত্মক পজেটিভ খবর বলেই মনে করছে কূটনৈতিক মহল। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখানে বলা হচ্ছে চিনের মাত্র ৮ শতাংশ মানুষ মনে করেন ভারত অতটাও ক্ষতিকারক নয় চিনের জন্য। এই রিপোর্ট কোনও মার্কিন মিডিয়ার নয়, বরং চিনের অন্দরের রিপোর্ট সেখানকার সিনগুয়া বিশ্ববিদ্যালয়ের করা একটা সমীক্ষা। কূটনৈতিক মহল বলছেন এখানেই চাঞ্চল্যকর ইস্য। কারণ সিনগুয়া কোনও সাধারণ বিশ্ববিদ্যালয় নয়। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্কে উইকিপিডিয়া ঘাটলে দেখতে পাবেন ১৯৯৮- ২০০২ পর্যন্ত মার্ক্সিস্ট থিওরি নিয়ে এখান থেকেই পড়েছিলেন শি।
চিন রীতিমত সিনগুয়া বিশ্ববিদ্যালয়ে প্রমোটও করে। এই সমীক্ষায় যে প্রশ্ন করা হয়েছিল যে চিনের মানুষ জিওপলিটিক্যাল খবর জানতে পারেন কোথা থেকে সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষের জবাব সরকারি বিভিন্ন পত্র পত্রিকা সরকারি ওয়েবসাইট উই চ্যাটের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। এর মানে সরকার তাদের যা চোখে আঙুল দেখাচ্ছে তারা তাই দেখছে সেখানকার সরকার তাদের অ্যান্টি ইন্ডিয়া খবর পড়াচ্ছে অনেক বেশি। মাত্র ১.৭ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া থেকে খবর দেখেন। আর বিশেষজ্ঞমহলের এক্ষেত্রে দাবি চিনের সোশ্যাল মিডিয়ায় সবথেকে ভাইরাল টপিক ভারত ন্যাটো জয়েন না করে নেয়।
কারণ তারা দেখেছে ইউক্রেনের মতো ছোট দেশ আমেরিকা বা ন্যাটোর সাহায্য পেয়ে কীভাবে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারছে। বিশ্লেষকদের দাবি, আজ ভারত তাহলে এমন জায়গায় পৌঁছেছে বা ভারতের প্রতিরক্ষা ও সেনা আজ এতটাই মজবুত যে প্রযুক্তিতে, ইকোনমি সবেতেই উন্নত চিন আজ ভারতকে নিরাপত্তার হুমকি মনে করছে। এটা অবশ্যই ভারতের জন্য মারাত্মক ইতিবাচক খবর৷ কূটনৈতিক মহল মনে করছে একটা সময় যখন ভারত ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে যাবে ভারতের উচিত তখন ১০০ বিলিয়ন ডলারের একটা বাজেট। ইন্ডিয়ান মিলিটারি আরও বেশি শক্তিশালী করা যাতে চাইনিজদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হবে যে ভারতের বিরুদ্ধে হুটহাট যুদ্ধ ঘোষণা করা যেতে পারে না৷ চিন উপলব্ধি করবে ডরনা জরুরি হ্যায়৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম