।। প্রথম কলকাতা ।।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ লিগের নয়টি ম্যাচের মধ্যে নয়টিতে জিতেই সেমিফাইনালে উঠেছে রোহিতের দল। যেকোন টিমের কাছেই আত্মবিশ্বাস চূড়ায় থাকার কথা। রোহিতের দলেরও তাই হওয়ারই কথা। কিন্তু ভারতীয় শিবিরে কান পাতলেই চোরাগোপ্তা একটা অস্বস্তি শোনা যাচ্ছে! কারণটা বিশ্বকাপের সেমিফাইনাল অভিজ্ঞতা যে ভারতের কাছে খুব একটা ভালো নয়, তা বলা যেতেই পারে। শেষ চারে ভারতীয় ক্রিকেট দলের জয়ের শতকরা হার মাত্র ৪৩ শতাংশ।
একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে সপ্তমবার সেমিফাইনালে খেলতে নামছে মেইন ইন ব্লু। ১৩টি বিশ্বকাপে সপ্তমবার সেমিফাইনালের যোগ্যতা অর্জন করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। তবে বিগত কয়েক বছরের পরিসংখ্যানের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে ভারতের জয়ের শতকরা হার অনেকটাই কম। গত সাতবার বিশ্বকাপ সেমিফাইনালে টিম ইন্ডিয়া মাত্র তিনবারই জয়লাভ করতে পেরেছে। চার ম্যাচে তাদের হারতে হয়েছে।
গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার আজও ভারতের ক্রিকেট সমর্থকদের মনে তাজা। ধোনির সেই রান আউটের পরেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয়দের তিনবারের বিশ্বজয়ের স্বপ্ন। তবে এবারও ভারতের চিরাচরিত পথের কাঁটা সেই নিউজিল্যান্ড। তবে শুধু নিউজিল্যান্ড নয় ভারতকে ভাবাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে শতকরা জয়ের হার। প্রথমবার ১৯৮৩ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। সেবার ইংল্যান্ডের ৬ উইকেটে জয়লাভ করেছিল কপিল দেবের ভারত।
দ্বিতীয়বার ভারত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ১৯৮৭ সালে। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৫ রানে পরাজিত হয় কপিল দেবের ভারত। এরপর ১৯৯৬ সালে সেমিফাইনালে ওঠে মহম্মদ আজহারউদ্দিনের ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫১ রান করেছিল। এরপর ভারত ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। অষ্টম উইকেট পড়ার পর দর্শকদের রোষে খেলা বন্ধ রাখতে হয়। এবং পরে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়।
২০০৩ সালে ফের সেমিফাইনালে পৌঁছায় ভারত। সেবার কেনিয়ার বিপক্ষে ৯১ রানে জয় পায় সৌরভ গাঙ্গুলির দল। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। পাকিস্তানকে ২৯ পরাজিত করে ফাইনালে ওঠে মেইন ইন ব্লু। ২০১৫ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রানে হারতে হয়েছিল ধোনির ভারতকে। এরপর ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ড ১৮ রানে ভারতকে হারিয়ে দিয়েছিল। বিশ্বকাপের সেমিফাইনাল কাঁটায় বিদ্ধ ভারত কী পারবে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম