।। প্রথম কলকাতা ।।
ভারতের উপর বড় হামলার ছক? জঙ্গিদের অস্ত্র ডার্ক ওয়েব। জেনে শুনে বসে নেই শাহ। দেশকে বাঁচাতে তৈরি করছেন বর্ম। বড় বিপদে গোটা বিশ্ব। অপরাধের প্যাটার্নটা জানেন? ডার্ক ওয়েব কী? ইন্টারনেটের এই ভয়ঙ্কর অন্ধকার জগৎ থেকে সাবধান। ভারতের সাইবার নিরাপত্তা, সুরক্ষার প্রশ্নে ঢাল হয়ে দাঁড়াল কেন্দ্র। জঙ্গিদের রাতের ঘুম হারাম করবেন মোদি। কী করতে চলেছেন মোদী-শাহ? জি২০ সম্মেলনে কীসের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? ভারত কিন্তু জঙ্গি হানার জবাব দিতে জানে। এবারেও সমুচিত জবাব দিতে পা বাড়িয়েই রয়েছে নয়া দিল্লি। সাইবার অপরাধ রুখতে বিশ্বের সব দেশকে এক মঞ্চে নিয়ে আসার প্রশ্নে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে ভারতের উপর নজর রাখছে, জেহাদের বিষ ছড়াচ্ছে, উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর। তাও আবার এই উদ্বেগ উৎকণ্ঠা ঝড়ে পড়লো কোথায়? সরাসরি গুরুগ্রামে আয়োজিত জি২০ সম্মেলনের মঞ্চে।
কী বললেন শাহ?
জানালেন সাইবার হামলার ফলে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জঙ্গি দলে নিয়োগও চলছে এ ভাবে। অলরেডি বিশ্বের বহু দেশ এর শিকার হয়েছে।
কী এই ডার্ক ওয়েব?
ডার্ক ওয়েব মূলত ‘ডিপ ওয়েবে’র একটি অংশ। কিছু ওয়েবসাইট যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করা গেলেও সার্চ রেজাল্টে এই ওয়েবসাইটগুলো দেখা যায় না। ইন্টারনেটের এই অংশকে বলা হয় ডার্ক ওয়েব। নির্দিষ্ট সফটওয়্যার ও অনুমোদন ছাড়া যেখানে প্রবেশ করা যায় না। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে শুরু হয়েছিল ডার্ক ওয়েব। কিন্তু ক্রমশ তা অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে। ডার্ক ওয়েবে বেআইনি হ্যাকার ও অপরাধীদের আনাগোনা সর্বত্র।
শাহের দাবি জঙ্গিরা এই ডার্ক ওয়েবের আড়ালে থেকে নিজেদের পরিচয় গোপন রেখেই ভারতকে টার্গেট করছে। সেক্ষেত্রে অপরাধের প্যাটার্ন বোঝার উপর জোর দিচ্ছে কেন্দ্র। সেখান থেকেই বেরোবে সমাধান সূত্র, শুরু হবে লড়াই। জি২০র মঞ্চ থেকে সব দেশকে একসঙ্গে এই ডার্ক ওয়েবের বিরুদ্ধে লড়ার জন্য ডাক দিলেন অমিত শাহ। কারণ, সাইবার অপরাধ গোটা বিশ্বের সমস্যা। ফলে সব দেশকে সংযুক্ত মঞ্চ গড়ে তোলার আহ্বান। বিভিন্ন দেশের শ্রেষ্ঠ আইনগুলিকে একত্রিত করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি মাপকাঠি তৈরি করার প্ল্যান ভারতের।
বুঝিয়ে দিলেন, জঙ্গি দৌরাত্ম্য রুখতে ভারত কতটা কঠিন পদক্ষেপ করতে পারে। এর আগেও বিভিন্ন সময়ে জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করেছে ভারত, দুষ্টের দমনে মোদী স্ট্র্যাটেজি বারবার প্রশংসিত হয়েছে। আর এবারের স্ট্র্যাটেজি? সমমনস্ক দেশের সাইবার সংস্থাগুলির মধ্যে রিয়েল-টাইম সমন্বয়ের পাশাপাশি আন্তর্জাতিক তদন্তের ক্ষেত্রে উভয় দেশ যেন পরস্পরের সাহায্যে এগিয়ে আসে, সেটা নিশ্চিত করতে হবে শাহের ইঙ্গিত পুরোপুরি বুঝতে করতে হবে অপেক্ষা। কারণ, মোদী বলেন প্রতীক্ষার ফল মিষ্টিই হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম