।। প্রথম কলকাতা ।।
Miss Universe 2022 Winner: একটুর জন্য ফসকে গেল মিস ইউনিভার্সের মুকুট। ৮৪ জন প্রতিযোগীকে হারিয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন আমেরিকার আর’বনি গ্যাব্রিয়েল (R’Bonney Gabriel)। ৭১ তম মিস ইউনিভার্স (Miss Universe 2022) প্রতিযোগিতার আয়োজন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। এদিন সেখানে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট গ্যাবরিয়েলকে পরিয়ে দেন প্রাক্তন মিস ইউনিভার্স হরনাজ সিন্ধু। তাহলে এবারে দ্বিতীয় ও তৃতীয় কে হয়েছেন?
দ্বিতীয় ও তৃতীয় স্থানেও জায়গা হয়নি ভারতের। এবারে ভারতকে প্রতিনিধিত্ব করছিলেন দিভিতা রাই (Divita Rai)। টপ ১৬-এ জায়গা করে নিতে পারলেও মুকুট তাঁর মাথায় ওঠেনি। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। আর’বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। তিনি আমেরিকার হিউস্টন, টেক্সাসের বাসিন্দা। এদিন কোন প্রশ্নের উত্তরে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতে নেন গ্যাব্রিয়েল?
চূড়ান্ত পর্বে তাঁকে বিচারকরা প্রশ্ন করেছেন, যদি তিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন, তবে তা কীভাবে একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে? ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জবাবে তিনি বলেছেন, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত। নিজের কাজে আমি এমন জিনিস ব্যবহার করি যাতে দূষণ কম হয়। আমি এমন মহিলাদের সেলাইয়ের ক্লাস দিই, যাঁরা মানব পাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে এসেছে আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে সেটাকে যখন ছড়িয়ে দিই তখনই পরিবর্তন আসে আমি বিশ্বাস করি, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে বদল আসবে’। তাঁর এই উত্তর তাঁকে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট এনে দিয়েছে। এই বছরের মুকুট তৈরি করেছেন খ্যাতনামা জুয়েলারি নির্মাতা সংস্থা Mouawad। মুকুটে রয়েছে হীরে ও নীলার কারুকার্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম