।। প্রথম কলকাতা ।।
India: বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক (Import) দেশ হল ভারত (India)। যদিও ২০১৩-১৭ সাল থেকে ২০১৮-২২ সাল পর্যন্ত ভারতের অস্ত্র আমদানি পরিমাণ প্রায় ১১ শতাংশ কমেছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চে (Stockholm International Peace Research) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত কয়েক বছরেই চীনের (China) সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে ভারত খুবই সতর্ক। গত কয়েক বছরে প্রতিরক্ষা খাতে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তার মাধ্যমে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) স্বনির্ভর ভারত স্লোগানে প্রতিরক্ষা মন্ত্রক উল্লেখযোগ্য ভাবে অস্ত্র এবং সামগ্রিক সরঞ্জাম আমদানির পরিমাণ কমিয়েছে। এখনও পর্যন্ত ২০১২-১৮ সালের মধ্যে বিদেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানিতে শীর্ষ দেশ ভারত। আমদানি পরিমাণ ২০১৩-১৭ এবং ২০১৮-২২ এর মধ্যে কমেছে প্রায় ১১ শতাংশ। ভারত সবথেকে বেশি অস্ত্র কেনে রাশিয়া (Russia) থেকে।
সুইডেনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানিতে ভারতের অংশ প্রায় ১১ শতাংশ। এক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক অস্ত্র আমদানিতে ভারতের অংশ গত পাঁচ বছরে সর্বোচ্চ ছিল। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। সৌদি আরব প্রায় ৯.৬% অস্ত্র আমদানি করে। তৃতীয়ত রয়েছে কাতার (৬.৪%), চতুর্থতে অস্ট্রেলিয়া (৪.৭%) এবং পঞ্চমে চীন (৪.৭%)।
প্রতিবেদন অনুযায়ী, ২০১২-১৬ এবং ২০১৭-২১ এর মধ্যে ভারতে অস্ত্র আমদানি কমেছে প্রায় ২১ শতাংশ। যার নেপথ্যে কারণ হিসেবে রয়েছে দেশীয় উৎপাদন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৮-২২ সালে বিশ্বের যে পাঁচটি বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ছিল সেই তালিকায় রয়েছে ভারত, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া এবং চীন। বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স,চীন ও জার্মানি। বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে রয়েছে পাকিস্তান। পাকিস্তানে ২০১৮-২২ সালে অস্ত্র আমদানি বেড়েছে প্রায় ১৪শতাংশ, যার প্রধান সরবরাহকারী চীন। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব প্রায় ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। অপরদিকে রাশিয়ার অংশ ২২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। ২০১৮-২২ সালে পশ্চিম এশিয়া থেকে সৌদি আরব, কাতার এবং মিশর শীর্ষ ১০ আমদানিকারকদের মধ্যে রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম