।। প্রথম কলকাতা ।।
Income tax for minor: নির্দিষ্ট আয়ের বেশি আয় করলে তার জন্য কর দিতে হয়। এখন প্রথাগত আয়ের অনেক পরিবর্তন এসেছে। যার জন্য আয়কর সংক্রান্ত খুঁটিনাটি জানার প্রয়োজন হয়ে পড়ছে। এসব ব্যাপারে অবহিত করার জন্য বিশেষজ্ঞরা রয়েছে। এ ব্যাপারে প্রতি নিয়ত বিশেষজ্ঞদের পরামর্শ নিলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না। জটিলতা তৈরির আগেই পরিস্থিতি মোকাবিলা করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। যেমন নাবালকদের আয়কর দাখিল করতে হবে কিনা সে ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নেই। আবার কত টাকা পর্যন্ত নাবালকরা আয় করলে তাকে আয়কর জমা দিতে হবে অনেকেরই জানা নেই তাও।
বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে ভারতীয় আয়কর আইনে আয়কর রিটার্ন ফাইল এর জন্য নির্দিষ্ট কোনও বয়সের উল্লেখ নেই। যদি কোনও অপ্রাপ্তবয়স্ক অর্থ উপার্জন করে তাহলে তাকেও প্রাপ্তবয়স্কদের মতই আয়কর রিটার্ন ফাইল করতে হবে। অর্থাৎ আয়কর রিটার্ন সকলের জন্যই। বয়সের কোনও সীমারেখা নেই।
প্রাপ্তবয়স্কদের জন্য যেমন আয় করের আইন নিয়ম নির্দিষ্ট করা রয়েছে তেমনই উপার্জনকারী নাবালকেরা বা পরিবারের সন্তানেরাও আয়কর রিটার্ন ফাইল করতে পারে। আয়কর আইন ১৯৬১ ধারা (৬৪)(A) অনুসারে আয়কর আওতভক্তু যে সমস্ত অর্থ অপ্রাপ্তবয়স্করা পায় সেগুলি করযোগ্য হিসেবে বিবেচিত হয়। অপ্রাপ্তব বয়স্কদের নামে করা বিনিয়োগ, সংরক্ষণ অ্যাকাউন্ট, নির্দিষ্ট পরিমাণে তাকে অর্থ দেওয়া সবই আয়করের আওতাভুক্ত হবে। অনেক শিশুই এখন চলচ্চিত্রে অভিনয়, বিজ্ঞাপনের কাজ করে, গান গেয়ে প্রচুর অর্থ উপার্জন করছে। তাদের আয়কর আইন অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের নামে করা বিভিন্ন ধরনের বিনিয়োগ বা তাদের বেতন ইত্যাদি থেকে শিশুদের আয় অভিভাবকদের আয়ের সাথে যোগ করা হয়। এরপরে নির্ধারিত ট্যাক্স অনুসারে অভিভাবকদের মোট আয়ের উপর আয়কর ধার্য করা হয়। বাচ্চাদের কত আয়ের ওপর আই টি রিটার্ন জমা দিতে হবে? আয়কর আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনও শিশু কিশোর যদি মাসে ১৫০০ টাকার বেশি আয় করে তবে তার ওপর কর দিতে হবে। তবে প্রতি মাসে ১৫০০ টাকার কম আয় করলে ট্যাক্স দিতে হয় না। কোনো সন্তানের বাবা মার বিবাহ বিচ্ছেদ হলে সন্তান যার কাছে থাকবে তার আয়ের সঙ্গে সংশ্লিষ্ট নাবালকের আয় যোগ করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম