।। প্রথম কলকাতা।।
KIFF : শহর কলকাতায় ১৫ ডিসেম্বর অর্থাৎ আজ উদ্বোধন হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস (KIFF) । বিগত দুটি বছর কোভিডের কারণে মহাসাড়ম্বরে আয়োজন করা যায়নি চলচ্চিত্র উৎসবের। তবে এই বছর সেই রকম কোন বাধা নেই। যার কারণে বিগত দুটি বছরের না পাওয়া স্বাদ চলতি বছরে পূরণ করার চেষ্টা চলছে। এই চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যেই তিলোত্তমার বুকে পা রেখেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan)। এছাড়াও এদিনের চলচ্চিত্র উৎসব উদ্বোধনে উপস্থিত থাকবেন সিনেমা জগতের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা।
অমিতাভ বচ্চনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এসে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা ( Sashi Panja) ।মিস্টার বচ্চন ১১ অক্টোবর তার ৮০ তম বর্ষে পদার্পণ করেছেন । তাই রাজ্য সরকারের তরফ থেকে এই চলচ্চিত্র উৎসবে তাকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র উৎসবের সূচনা হবে তাঁর ছবি ‘অভিমান’ ( Abhimaan) দিয়ে । এছাড়াও অমিতাভ বচ্চনের একাধিক ছবি থাকছে ফিল্ম ফেস্টিভ্যালে। এসেছেন কিং খানও । এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান (Shahrukh Khan) উপস্থিত থাকবেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে।
নক্ষত্রখচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যাবে রানী মুখার্জি ,শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট এর মত বহু অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের। বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে । সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ( C. V. Ananda Bose) ।
২০২২ এ স্পেশাল ট্রিবিউট (Special Tribute) জানানো হবে অসামান্য গুণসম্পন্ন পরিচালক তরুণ মজুমদার, শিবকুমার শর্মা , প্রদীপ মুখোপাধ্যায়দের। জানা গিয়েছে এবারের চলচ্চিত্র উৎসবে ৫৭ টি দেশের ১০৭৮টি ছবি জমা পড়েছে প্রদর্শনের জন্য । সেখান থেকে বাছাই করে নেওয়া হয় ১৮৩ টি ছবি । ন্যাশনাল কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন ,শর্ট ফিল্ম ,এশিয়ান সিলেক্ট, ডকুমেন্টারি প্রভৃতি বিভাগে একাধিক ছবি দেখানো হবে প্রতিযোগিতা হিসেবে। অর্থাৎ এক কথায় জমজমাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম