।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express: মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দিতে পারবে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই দ্রুতগামী এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও কলকাতায় সশরীরে উপস্থিত থেকে হাওড়া স্টেশনে এই এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু মাতৃ বিয়োগের কারণে সেই কর্মসূচিতে সামান্য বদল আসে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এর সূচনা করলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) ।
৩০ ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচির তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু শুক্রবার ভোরে হীরাবেন মোদীর মৃত্যুতে তড়িঘড়ি আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যার কারণে কলকাতার সফর বাতিল করতে হয়। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছিল, প্রশাসনিক কর্মসূচি গুলি একই রাখা হবে। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন তিনি। একইসঙ্গে সূচনা করেন দীর্ঘ প্রতীক্ষিত জোকা- তারাতলা মেট্রোর। শুধুমাত্র সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করতে দেখা যায় তাকে। বিশেষ কোনো কথাই এদিন বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রসহ রাজ্যের একাধিক কর্মকর্তারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে অস্বীকার করেন। তিনি মঞ্চের নিচে দাঁড়িয়ে বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও সমবেদনা জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পরেই সবুজ পতাকা দেখিয়ে এই বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করা হয়। আর তারপরে উদ্বোধন করা হয় কলকাতার জোকা- তারাতলা শাখার মেট্রো পরিষেবার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম