।। প্রথম কলকাতা।।
Interest Rate Hike : ২০২২ শেষ হওয়ার আগেই খুশির খবর শোনালো কেন্দ্র সরকার। স্বল্প সঞ্চয়ে বৃদ্ধি করা হল সুদের হার (Interest Hike)। এনএসসি (NSC), পোস্ট অফিসের সেভিংস স্কিম এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে এই সুদের হার। যদিও পিপিএফ এর ক্ষেত্রে নতুন কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে পিপিএফের (PPF) সুদের হারে কোনরকম পরিবর্তন আনা হয়নি। একই রকম ভাবে সুদের হারে কোন রকম পরিবর্তন আসেনি সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রেও। ২০২৩ এর জানুয়ারির ১ তারিখ থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কতটা বৃদ্ধি পেল সুদের হার ?
এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর ক্ষেত্রে বর্তমানে সুদ পাওয়া যায় ৬.৮% । কিন্তু ২০২৩ এর ১ জানুয়ারি থেকে সুদ পাওয়া যাবে ৭ শতাংশ হারে। এছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমান সুদ হল ৭.৬ শতাংশ। নতুন বছরে সেটি বেড়ে দাঁড়াবে ৮ শতাংশ। যারা এক থেকে পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে নিজেদের আমানত বিনিয়োগ করবেন, সেই সমস্ত স্কিমের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তা নতুন বছর থেকে ১.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এছাড়াও মাসিক আয় প্রকল্পের যে সুদের হার ছিল ৬.৭% । তা বৃদ্ধি পেয়ে পৌঁছাবে ৭.১ শতাংশে।
অন্যদিকে জানা গিয়েছে, কিষাণ বিকাশপত্র স্কিমের (Kishan Vikaspatra Scheme) মেয়াদকাল ১২৪ মাস থেকে কমিয়ে ১২৩ মাস করা হয়। চলতি বছরের ডিসেম্বর ত্রৈমাসিকে কিষাণ বিকাশপত্রের সুদের হার শুধুমাত্র বৃদ্ধি করা হয়েছিল ৭ শতাংশ। যা পূর্বে ছিল ৬.৯ শতাংশ । এবার ১২৩ মাসের সে ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৭.২ শতাংশ। এসএসসি সহ একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে সুদ বাড়ানোর ফলে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন আমানতকারীরা। কিন্তু কিছু ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাইনি। সরকারি স্কিমগুলিতে অর্থ বিনিয়োগ করলে একদিকে যেমন অর্থ সুরক্ষিত থাকে ঠিক তেমনি সঠিক সময়ে স্বল্প সঞ্চয়েও ভালো সুদ পাওয়া যায়। যার কারণে এক্ষেত্রে অর্থ বিনিয়োগে উৎসাহী হন বহু মানুষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম