।। প্রথম কলকাতা ।।
Durga Puja 2023 Weather update: গভীর নিম্নচাপে পুজো মাটি? নিস্তার নেই অষ্টমীতেও। লো ডিপ্রেসনের এই প্যাটার্নেই ফেঁসে গেল বাংলা। দ্বাদশী পর্যন্ত কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি? দুর্যোগ বাড়ার চান্স বিসর্জনেই? ঠাকুর দেখতে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার বড় আপডেট। রেহাই নেই। একেবারে মুষলধারায় বৃষ্টি? ভেসে যাবে বাংলা? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হ্যাঁ এবারেও বৃষ্টিতেই মাটি হবে পুজোর আমেজ। অষ্টমী টু দ্বাদশী, তুমুল দুর্যোগের আশঙ্কা। প্যানিক করবেন না, অঞ্জলি সন্ধিপূজোটা অন্তত ভালোয় ভালোয় কাটবে। তবে ষষ্ঠীতে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে মহাষ্টমীতেই। সেই গম্ভীর নিম্নচাপের এফেক্টেই দুর্গাপুজোর শেষের দিকে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।
নবমীতে বৃষ্টিতে ভাসবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি। কলকাতায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেদিন রাজ্যের বাকি জেলাগুলোয় বৃষ্টি হবে না। দশমী আর একাদশীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা, দক্ষিণবঙ্গের বাকি জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সেদিন হালকা বৃষ্টি হবে। দ্বাদশীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আকাশ মূলত মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলিতে দশমীর পর দুর্যোগ বাড়ার সম্ভাবনা। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সম্ভাব্য গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দশমী ও একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নবমীর রাতের মধ্যে তাঁদের মধ্যে উপকূলে ফিরে আসতে বলেছে হাওয়া অফিস।
বুঝতে হবে পুজোর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হয়ে পুজোর মধ্যে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শীত ঢুকবে কবে? এর মধ্যেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শীত শীত ভাব অনুভূত হবে জানিয়েছে হাওয়া অফিস। তবে, উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ষষ্ঠীর পর থেকে পুজোর কটা দিন পরিষ্কার থাকবে আকাশ। আপাতত সেখানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম