।। প্রথম কলকাতা ।।
Building Collapsed in Delhi: মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল বাড়ি। সেই ভিডিও (Video) এখন ঘুরছেন নেট পাড়ায়। ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi)। কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে যে একটি বহুতল ধূলিসাৎ হয়ে যেতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই দৃশ্য। ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখতে পাওয়া যায়, ভবনটি ধসে পড়ার পর চারিদিকে ধুলোতে অন্ধকার হয়ে যায়। চারিপাশে থাকা স্থানীয় ব্যক্তিরা চিৎকার করতে থাকেন। ওই এলাকায় থাকা বেশ কয়েকজন পথচারীকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গিয়েছে।
প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। এই ঘটনায় আশেপাশের মানুষ রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিল্লির ভজনপুরা এলাকায়। বুধবার বেলা তিনটে পাঁচ মিনিট নাগাদ ফায়ার সার্ভিস এই ভবন ধসের খবর পায়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান চালান, তবে এই ধ্বংসস্তুপে আদৌ কোন মানুষ আটকে পড়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি। জানা যায়, কোন হতাহতের ঘটনা এখনো ঘটেনি। এই ধরনের ঘটনা এই প্রথম নয়, মার্চ মাসের এক তারিখেই উত্তর দিল্লির রোশনারা রোডে একটি চারতলা ভবনে আগুন ধরেছিল। যার কারণে ভবনটি ধসে পড়লেও কোন প্রাণহানি ঘটেনি।
দিল্লির বিজয় পার্ক এলাকায় এই চার তলা ভবনটি নাকি পরিত্যাক্ত অবস্থায় ছিল। সেটি হঠাৎ করে ধসে পড়ে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লির সাঁইবাবা মন্দিরের কাছে থাকা এই বাড়িটির মালিক আরিফ মালিক। এই ভবনটি তৈরি হয়েছিল প্রায় কুড়ি বছর আগে। কিছুদিন আগেই এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনটি ধসে পড়তে দেখে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন পথচারী সামান্য আহত হয়েছেন। ভবনটি কেন ধসে পড়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
Delhi: A building collapsed in Vijay Park, Bhajanpura. Fire department present at the spot, rescue operations under way. (ANI) pic.twitter.com/PA6WTJLths
— TOI Delhi (@TOIDelhi) March 8, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম