।। প্রথম কলকাতা।।
Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে প্রায় সপ্তাহখানেকের গিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং, আলিপুরদুয়ারে জনসভা, সরকারি পরিষেবা সেরে রবিবার তিনি পৌঁছান জলপাইগুড়ির বানারহাটে। বড়দের শীতবস্ত্র, ছোটদের হাতে টেডিবিয়ার উপহার তুলে দেন। পুজো দিয়ে বেরিয়ে তিনি রাস্তার পাশে এক বৃদ্ধাকে দেখে প্রণাম করেন। মন্দিরের কাছেই ওই বৃদ্ধা প্রতিভা ভদ্রের বাড়ি, প্রতিভা দেবীর বয়স ৮৪ বছর । মুখ্যমন্ত্রীকে জোড়হাত করে প্রণাম করতেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। ঢুকে যান তাঁর বাড়িতে, চা খেতে চান। প্রতিভা দেবীর পুত্রবধূ পাহাড়ের বাসিন্দা, সে কথা জেনেই তিনি জানান পাহাড়েরই আরেক মেয়ে সদ্য তার বাড়িরও পুত্রবধূ হয়েছেন। চা খাওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ সেই পরিবারের আর্থিক অবস্থা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেন কল্পতরু। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের জন্য মাসিক দেড় হাজার টাকা দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ঘোষণা৷ রাজনৈতিক মহলের একাংশ যাঁকে মমতার মাস্টার স্ট্রোক বলে মনে করছে । সঙ্গে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিতে দেখা যায় তাঁকে। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম