।। প্রথম কলকাতা ।।
প্রায় এক বছর আগে পরিচালক অরুণ রায় ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটির ঘোষণা করেছিলেন। ছবিটির শুটিংও যথারীতি শুরু হয়ে যায়। মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল জিতু কমল এবং সোহিনী সরকারের। কিন্তু হঠাৎ করেই বদলে গেল নায়িকার মুখ। সোহিনীর বদলে শ্যুটিং করলেন তনুশ্রী চক্রবর্তী। কিন্তু কেন? তাহলে কি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বনিবনা হচ্ছে না? নেপথ্যে কোন বিতর্ক?
সম্প্রতি চারিদিকে কানাঘুষো ওঠে, এই ছবির নাকি কোন ভবিষ্যৎ নেই ? এমনও প্রশ্ন উঠেছে, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে মন কষাকষির কারণে আটকে গেছে অনেকটাই শুটিং। এমনকি জিতু কমলের আচরণে নাকি সোহিনী বিরক্ত। এই গুঞ্জন কতটা ঠিক? সত্যি কি তাহলে ছবিটার কোন ভবিষ্যৎ নেই? ‘প্রথম কলকাতা’র প্রতিনিধি সরাসরি যোগাযোগ করেছিলেন জিতু কমলের সঙ্গে। অভিনেতা এই সমস্ত গুঞ্জন আর দাবিকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ‘অরণ্যের দিনরাত্রি’র শুটিং হয়ে গিয়েছে। গানের শুটিংও শেষ। এবার শুধুমাত্র ছবিটা ডাবিংয়ে যাবে। ডাবিংয়ের ডেট নিয়ে কোন প্রবলেম হচ্ছে না। ডেট নিয়ে হয়ত সোহিনীর কোন ইস্যু হয়েছিল, তাই ছবিটি থেকে সরে এসেছে। কিন্তু ছবিটি কমপ্লিট হয়ে গেছে। জিতু প্রায় আড়াই থেকে তিন মাস আগে ছবিটির শুটিং শেষ করেছেন।
‘প্রথম কলকাতা’র প্রতিনিধি অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গেও যোগাযোগ করলে তিনি জানান, তার সেই সময় অন্য কাজের চাপ ছিল। তাই ডেট দিতে পারেননি। পাশাপাশি টলিউডে ইগোর লড়াই প্রসঙ্গে জানান “আমাদের প্রত্যেকেরই ইগো থাকে। কেউ ইগো গুলো লুকিয়ে রাখে, কেউ ইগো গুলো নিয়ে কথা বলে। প্রত্যেকের আমাদের ইগো আছে। এগুলো আমরা হাইড করে রাখি।”
আপাতত এটা থেকে স্পষ্ট যে, ‘অরণ্যের দিনরাত্রি ‘ ছবিতে নায়িকার মুখ বদলে গেছে এ কথা সত্যি। সোহিনী সরকারের পরিবর্তে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। ছবিটিতে তনুশ্রীর শুটিংও শেষ। ছবিটা খুব শীঘ্রই মুক্তি পাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম