।। প্রথম কলকাতা ।।
Pathaan: আজ বুধবার, বক্স অফিসে ‘পাঠান’ মুক্তির দিন। এই দিনের অপেক্ষায় বসেছিলেন অগণতি মানুষ। ছবিকে ঘিরে নানা বিতর্ক থাকলেও, তার পড়োয়া করেন না বাদশার ভক্তকূল। এমনকি ‘পাঠান’ (Pathaan) ঝড়ে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত বিপর্যস্ত যান চলাচল। ভিড় সামলাতে গিয়ে অবস্থা খারাপ কলকাতা পুলিশের (Kolkata Police)। দক্ষিণ কলকাতার ‘বসুশ্রী’ সিনেমা হলের সামনে কিং খানের ভক্তদের চিৎকার আর কোলাহলে এক প্রকার নাজেহাল অবস্থা হয়েছে পুলিশ-প্রশাসনের।
সকাল দশটায় ছিল প্রথম শো। ভক্তদের দাবি ছিল, আগেই খুলে দেওয়া হোক সিনেমা হলের দরজা। অন্যদিকে শাহরুখকে (Shah Rukh Khan) সমর্থন জানিয়ে তিলোত্তমার রাস্তায় বেরিয়েছে মিছিল। স্লোগান, ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান’। আর এত হুড়োহুড়ির মাঝে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও, পুরোপুরি তা হয়ে ওঠেনি। ছবির জন্য অ্যাডভান্স টিকিট বিক্রি পুরো দমে শুরু হওয়ার আগেই বড় বড় সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে। ধারণা, গত বছরের বড় হিট ‘ব্রহ্মাস্ত্র’র অ্যাডভান্স টিকিট সেল ছাড়িয়ে যাবে কিং খানের ছবি। ট্রেড অ্যানালিস্টরা প্রেডিক্ট করছেন, ৪০ কোটি+ ওপেনিং ডে কালেকশন আসতে পারে ‘পাঠান’-এর। আর চারিদিকে যা অবস্থা তাতে মনে হচ্ছে ট্রেড অ্যানালিস্টদের প্রেডিকশন ঠিক হলেও হয়ে যেতে পারে।
দেশজুড়ে একপ্রকার উৎসব চলছে ‘পাঠান’কে ঘিরে। দীর্ঘ বহুদিনের প্রতীক্ষার পর আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখের ক্যামব্যাক ছবি। আর তাই তাকে ঘিরে উত্তেজনার শেষ নেই দর্শকমহলে। বাকি শহরগুলির মতো ভোর থেকেই কলকাতার সিনেমা হলের বাইরে ভিড় দেখা গিয়েছে এসআরকে ভক্তদের। ছবি দেখতে এক মুহূর্তও দেরি করতে নারাজ অনুরাগীরা। ভারতে ‘পাঠান’-এর কয়েক কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে। মুক্তির আগেই প্রায় ৫,২১,০০০ টিকিট বিক্রি হয়েছে। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদের পাশাপাশি কলকাতাতেও (Kolkata) ছবির অগ্রিম বুকিং হয়েছে। ছবিতে অ্যাকশন ও রোমান্টিক দুই অবতারেই ধরা দেবেন বাদশা। বয়কট ট্রেন্ডকে গুলি মেরে মুক্তির প্রথম দিনেই কেজিএফকে হারিয়ে দিয়েছে ছবি। তবে প্রথম দিনের টিকিট বিক্রিতে এখনও প্রথম স্থানে রয়েছে ‘বাহুবলী ২’।
চার বছর ধরে তাঁকে ফের বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অনুরাগীরা। অবশেষে সেই দিনটি আসায় এক প্রকার পাগল হয়ে গিয়েছেন সকলে। তবে প্রথম দিনে এত টিকিট বিক্রি হয়েছে যে চওড়া হাসি হাসছে মালিক ও ডিস্ট্রিবিউটাররা। বলতে গেলে, কিং খানের হাত ধরেই বলিউডের ‘সুদিন’ ফিরছে। এমনই কিছু বক্তব্য ব্যবসার বিশেষজ্ঞদের। কিন্তু অন্যদিকে ‘আনন্দবাজার অনলাইন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছবি মুক্তির আগে অনলাইনে যাতে তা ফাঁস না হয়ে যায় তার চেষ্টা করা হয়েছে। বারবার দর্শকদের আবেদন করা হয়েছে এই নিয়ে। এমনকি আবেদন করেছিলেন খোদ শাহরুখ খানও। কিন্তু তা সত্বেও শেষ রক্ষা হয়নি। ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মত অনলাইন সাইটগুলিতে ছড়িয়ে পড়েছে এই ছবি। কিন্তু এতে যদিও বা ভীত হওয়ার কোনও কারণ নেই। ‘পাঠান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ হাউসফুল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম