।। প্রথম কলকাতা ।।
LPG Shortage In Pakistan: পাকিস্তানের(Pakistan) অর্থনীতিতে যে ধস নেমেছে, তার গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। শাহবাজ শরীফের(Shehbaz Sharif) সরকারের উত্থান আর ইমরান খানের( Imran Khan) সরকারের পতন, তারপর থেকেই পাকিস্তানে অভ্যন্তরীণ বিদ্রোহ আর ঝামেলা লেগেই রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়( social media) ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও, যা দেখলে আপনার ভয়ে গায়ে কাঁটা দেবে। আবার ভাববেন এমনটা কি আদৌ সম্ভব?
পাকিস্তানের সাধারণ নাগরিক বড় বড় বেলুনের মতো প্লাস্টিকে ভরে নিয়ে যাচ্ছে রান্নার গ্যাস। যা অত্যন্ত বিপ্পজনক। একাধিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরার দৃশ্যটি হল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায়। পাকিস্তান সরকার ২০০৭ সাল থেকে এখানে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে। বিশেষ করে হাঙ্গু শহরের বাসিন্দারা গত দু’বছর গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় রান্নার গ্যাস পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তীব্র জল্পনার সৃষ্টি করেছে।
পাকিস্তান যে আর্থিক সংকটে ঠিক কতটা জেরবার তার জলজ্যান্ত প্রমাণ এই ভিডিওটি। News24 এর সূত্র অনুযায়ী, এই প্লাস্টিকের ব্যাগগুলি বিশেষভাবে তৈরি করা। সেই ব্যাগে কম্প্রেসরের মাধ্যমে বিক্রেতারা গ্যাস ভরছেন। এক একটি ব্যাগে প্রায় তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। এমনকি এই গ্যাস ভরতে সময় লাগে এক ঘণ্টারও বেশি। এই গ্যাস ভরার কাজ কিন্তু একেবারেই নিরাপদ নয়। এক একটি মারাত্মক বোমার সমান। যে কোন মুহূর্তে ফাটলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
আসলে ক্রমাগত অর্থনীতিতে ভারাক্রান্ত পাকিস্তান সরকার তার জনগণকে মৌলিক সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। এখন পাকিস্তানের জনগণ তাদের রান্নার গ্যাসের প্রয়োজনীয়তা মেটাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। পাকিস্তানি রান্নার গ্যাস সিলিন্ডারের মজুত কমে যাওয়ায়, এলপিজি সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
একটি কম্প্রেসারের সাহায্যে, গ্যাস বিক্রেতা প্লাস্টিকের ব্যাগটি অগ্রভাগ এবং ভালভ দিয়ে শক্তভাবে বন্ধ করে এবং তারপর প্লাস্টিকের ব্যাগে এলপিজি গ্যাস ভর্তি করে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে খাইবার পাখতুনখোয়া ক্ষেত্র থেকে প্রায় ৮৫ ব্যারেল তেল এবং ৬৪,৯৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল। তা সত্ত্বেও মানুষ ৫০০ থেকে ৯০০ টাকায় প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হয়, কারণ একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০,০০০ পাকিস্তানি টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম