।। প্রথম কলকাতা ।।
Medicine Price: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে প্রায় ১০৭ টি ওষুধের দাম পরিবর্তন হয়েছে। যার মধ্যে অধিকাংশ ওষুধ অসুস্থ ব্যক্তিরা প্রতিদিন ব্যবহার করেন। সেই তালিকায় রয়েছে জ্বর, ক্যানসার, হেপাটাইটিস, ডায়াবেটিস প্রভৃতি রোগের ওষুধ। এক ধাক্কায় বেশ অনেকটাই কমলো ওষুধের দাম। বহুদিন ধরেই আমজনতার ওষুধের দামে নাভিশ্বাস উঠছিল। এবার সেই জায়গায় কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই বছরে এই নিয়ে দ্বিতীয়বার প্যারাসিটামলের দাম কমেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথোরিটি (National Pharmaceutical Pricing Authority) মঙ্গলবার ১০৭টি ওষুধের নতুন দামের একটি তালিকা প্রকাশ করে। আগে যেখানে আপনি একটি প্যারাসিটামল ৬৫০ এমজির ট্যাবলেট কিনতেন ২.৩ টাকা দিয়ে, এখন সেটি বাজারে পাবেন ১.৮ টাকায়। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (All India Organisation of Chemist and Drugist) এর জেনারেল সেক্রেটারি (General Secretary) রাজীব সিংহাল (Rajiv Singhal) এই সিদ্ধান্তকে সাদরে ওয়েলকাম জানিয়েছেন।
ক্যানসার, ডায়াবেটিস, জ্বর ও হেপাটাইটিসসহ অনেক মারাত্মক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমিয়েছে সরকার। সরকার আগামী সময়ে এনএলইএম-এ অন্তর্ভুক্ত আরও কিছু ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করতে চায়। জ্বরে ব্যবহৃত প্যারাসিটামলের দাম কমেছে ১২ শতাংশ। যেসব প্রধান ওষুধের দাম কমেছে তার মধ্যে রয়েছে জ্বরের ওষুধ প্যারাসিটামল, হাইড্রোক্সিক্লোরোকুইন আর ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ।
এক নজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু ওষুধের নতুন দাম
- ট্যামোজোলোমাইড – ৬৬২.২৪ টাকা থেকে কমে হয়েছে ৩৯৩.৬ টাকা
- অ্যালোপিউরিনল- ৮.৩১ টাকা থেকে কমে হয়েছে ৫.০২ টাকা
- সফোসবুভির- ৭৪১.১২ টাকা থেকে কমে হয়েছে ৪৬৮.৩২ টাকা
- লেট্রোজোল- ৩৯.০৩ টাকা থেকে কমে হয়েছে ২৬.১৫ টাকা।
- ক্ল্যারিথ্রোমাইসিন- ৫৪.৮ টাকা থেকে কমে হয়েছে ৩৪.৬১ টাকা
- হেপারিন – ২৪.৩৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৮.৯২ টাকা
- ফ্লুকোনাজোল- ৩৪.৬৯ টাকা থেকে কমে হয়েছে ২৬.৫৩ টাকা
- মেটফর্মিন- ৪ টাকা থেকে কমে হয়েছে ৩.১১ টাকা
- প্যারাসিটামল- ২.০৪ টাকা থেকে কমে হয়েছে ১.৭৮ টাকা
- হাইড্রক্সিক্লোরোকুইন – ১৩.২৬ থেকে কমে হয়েছে ১২.৩১ টাকা
লেট্রোজোল ট্যাবলেট (Letrozole Tablet) মেনোপজ-পরবর্তী মহিলাদের স্তন ক্যানসারের চিকিৎসার জন্য নির্ধারিত হয়। ফ্লুকোনাজোল (Fluconazole) হল একটি ছত্রাক বিরোধী ওষুধ। হাইড্রক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার একটি ওষুধ। টেমোজোলোমাইড ক্যানসার বিরোধী ওষুধ। এটি কেমোথেরাপিতে ব্যবহৃত হয়। অ্যালোপিউরিনল রক্তে ইউরিক অ্যাসিড কমাতে ব্যবহৃত হয়। ক্যানসারের ওষুধ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এটি প্রতিরোধ করার জন্য, অ্যালোপিউরিনল দেওয়া হয়। সফোসবুভির (Sofosbuvir) হেপাটাইটিস সি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সিরোসিস এবং লিভার ক্যানসারের চিকিৎসায় এটি বেশ কাজের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম