।। প্রথম কলকাতা ।।
Mamata at Meghalaya: সপ্তাহের শুরুতেই মেঘালয় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে এদিন দুপুরে উমরোই বিমানবন্দরে পৌঁছতেই, তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে রাজ্যের তৃণমূল নেতা-কর্মীরা।
এর আগে নভেম্বরে সেখানে একবার সফরে গিয়েছিলেন অভিষেক। আগামী বছর মেঘালয়ে বিধানসভা ভোট। আর তার আগে সে রাজ্যে তৃণমূল নেত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক মহল। গত বছর নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল সাংমা। সেইসঙ্গে আরও ১১ জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেন। গত এক বছরে সে রাজ্যে নিজেদের ভিত অনেকটাই শক্ত করেছে ঘাসফুল শিবির। এখন নজর ২৩-এর বিধানসভা ভোটে।
এদিকে মুকুল সাংমা জানিয়েছেন, দলের সমস্ত নেতা-কর্মীরা সুপ্রিমোর সঙ্গে দেখা করতে পারবেন জেনে খুশি। ১৩ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরীতে তৃণমূলের একটি কর্মীসভার আয়োজন করা হয়েছে। বিকেলে শিলংয়ে একটি প্রাক ক্রিসমাস অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা। পাহাড়ে পৌঁছে সেখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন মাননীয়া।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম