।। প্রথম কলকাতা ।।
Madhyamik 2023: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা । তবে পরীক্ষার আগেই মাধ্যমিক ( Madhyamik) নিয়ে যথেষ্ট কড়া ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ । এবারে প্রশ্নপত্রের সুরক্ষার ( Security Of Question Paper) বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । তাই পরীক্ষা কেন্দ্রগুলিতে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে । যেখানে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের তিনটি ঘরে কম করে হলেও তিনটি সিসিটিভি ক্যামেরা ( CCTV) বসাতেই হবে।
সেইগুলি হল, যে জায়গা দিয়ে পরীক্ষার্থীরা ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘর এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা হবে। সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক । পূর্বে যদিও স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে এই ব্যবস্থা করা হতো জেলা প্রশাসনের সহযোগিতায়। কিন্তু এবার রাজ্যের প্রত্যেকটি জেলার পরীক্ষা কেন্দ্র গুলিতেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। প্রশ্নপত্র যাতে কোনভাবেই সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন মাধ্যমে ফাঁস ( Question Paper leakage) না হয়ে যেতে পারে তার জন্য ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত পর্ষদের।
এই প্রসঙ্গে পর্ষদের সভাপতি জানান, সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে যাতে কোন ধরনের কোন অঘটন ঘটলে পর্ষদের কাছে তথ্য প্রমাণ উপস্থিত থাকে। পর্ষদের এই নির্দেশিকা যে সকল পরীক্ষা কেন্দ্র গুলি মানবে না সেখান থেকে পরীক্ষা কেন্দ্র সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখবেন। তা্রা সরোজমিনে খতিয়ে দেখবেন যে, পর্ষদের নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র গুলি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ করেছে কিনা।
এছাড়াও পর্ষদের তরফ থেকে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে । জানানো হয়েছে সম্পূর্ণ পরীক্ষা শেষ না হলে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। যদি কোন পরীক্ষার্থীর নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু সাথে করে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার অনুমতি তাকে দেওয়া হবে না। সেই প্রশ্নপত্র জমা রাখতে হবে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার কাছে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এমন ব্যবস্থাপনা নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম