।। প্রথম কলকাতা ।।
Rupa Ganguly: খবরটা যেন এখনও বিশ্বাস হচ্ছে না নেটিজেনদের। যে ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় আর মেয়ে বেলার শুরুর থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন রূপা। সেই ধারাবাহিক মাঝপথে ছেড়ে দিলেন তিনি। কিন্তু কেন হঠাৎ কিসের ছন্দপতন? কি এমন ঘটল যে অভিনেত্রীকে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যেতে হল। রূপার হঠাৎ চলে যাওয়ায় ধারাবাহিকের টিআরপিতেও বদল আসবে বলে মনে করা হচ্ছে। এখন সকলের একটাই প্রশ্ন আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? নাকি তাকে বাদ দেওয়া হল? ১০০ এপিসোড পার করার আগেই সরে দাঁড়ালেন ধারাবাহিকের পোস্টার গার্ল।
বাংলা ধারাবাহিকের দর্শকদের একাংশ যেভাবে ছোট পর্দা থেকে মুখ সরিয়ে নিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় দৌলতে তারা ফেরত এসেছিলেন। মহাভারত খ্যাত এই অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখতে অধীর আগ্রহে থাকতেন দর্শকেরা। কিন্তু এবার থেকে পর্দায় মেয়েবেলা ধারাবাহিককে বীথির চরিত্রে আর দেখা যাবে না রূপাকে। ইঞ্চিতে ইঞ্চিতে দুরন্ত অভিনয় করেছিলেন রূপা। কী চোখের ইশারা বা ফেসিয়াল এক্সপ্রেশন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে প্রযোজক সংস্থার সঙ্গে অভিনেত্রীর মতপার্থকের জন্যই এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। আবার অন্যদিকে শোনা যাচ্ছিল যে বিথির চরিত্রকে পর্দায় যেভাবে দেখানো হচ্ছিল তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। তাছাড়া পারিশ্রমিক নিয়েও নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। আবার অনেকে মনে করছেন রাজনৈতিক কর্মব্যস্ততা তার সিরিয়াল ছাড়ার কারণ হতে পারে। তবে এটা মানতে হবে বীথি চরিত্র থেকে মৌ চরিত্রটি বেশি পজেটিভ রেসপন্স পাচ্ছে। বীথি ক্রমশই ভ্যামপ শাশুড়িতে পরিণত হচ্ছিলেন। নায়িকা সত্তা কমছিল। যদিও বা সিরিয়ালের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছেও রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার কারণ অজানা।
রূপার জায়গায় আনা হয়েছে অনুশ্রী দাসকে। রূপা গঙ্গোপাধ্যায়ের মতো এমন একজন হেবি ওয়েট অভিনেত্রীর পরিবর্তন হওয়ার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করায় তার সাহসকেও অনেকে কুর্নিশ জানাচ্ছেন। কিন্তু দর্শকদের একাংশ এখন ফেটে পড়ছে তীব্র ক্ষোভে। তারা আবার রূপা গঙ্গোপাধ্যায়কেই ফেরত চান বলছেন। অনেকদিন পর নেত্রীকে অভিনেত্রী ভূমিকায় দেখা গিয়েছিল। দর্শকদের আবদারের মধ্যবয়সী গৃহবধূর ভূমিকায় রূপাকে কি আর দেখা যাবে তা অবশ্য সময় বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম