।। প্রথম কলকাতা ।।
Hardik Pandya: ডিভোর্স হলে সত্যিই কি পথে বসতে হবে হার্দিককে? বিচ্ছেদ হলে হার্দিকের সম্পত্তির ৭০% হবে নাতাশার? টাকার অঙ্কে সেই পরিমাণ কতটা জানা আছে কি? পরিসংখ্যানটা শুনলে মাথা ঘুরবে। আচ্ছা, বর্তমানে হার্দিক ঠিক কত কোটির মালিক? কী কী সম্পত্তি রয়েছে তার? ক্রিকেট ছাড়া আর কোথা থেকে আয় করেন এই তারকা ক্রিকেটার? ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সামনে এল বিরাট খবর।
ডিভোর্স হলে হার্দিক পাণ্ডিয়ার সম্পত্তির অন্তত ৭০ শতাংশ পাবেন নাতাশা স্ট্যানকোভিচ! সম্প্রতি এই গুঞ্জনেই মুখর গোটা দুনিয়া। যদিও তারকা দম্পত্তি নিজেরা এখনও কিছুই বলেননি। তবে তাদের ইনস্টাগ্রাম পোস্ট অনেককিছুই বলছে। কিন্তু এই গুঞ্জন সত্যি হয়, তাহলে ভেবে দেখেছেন কি ঠিক কত সম্পত্তি পাবেন নাতাশা স্ট্যানকোভিচ? হার্দিকের মোট সম্পত্তিই বা কত?
এমনিতে হার্দিক তার রাজকীয় জীবন নিয়ে হামেশাই খবরে থাকেন। আয়ের দিক থেকে হার্দিক মাত দিতে পারেন বলিউডের তাবড় তাবড় তারকাদের। রিপোর্ট বলছে, এই মুহূর্তে হার্দিকের মোট সম্পদের মূল্য কম করে হলেও ১১.৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই সংখ্যাটা কমবেশি ৯৫ কোটি টাকা। এদিক ওদিক করে সংখ্যাটা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেই ধারণা অর্থনীতিবিদদের।
অর্থাৎ সোশ্যাল মিডিয়ার গুঞ্জন সত্যি হলে নাতাশা পেতে পারেন অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকা। চমকে উঠলেন? হুম চমকে ওঠার মত কারণ তো বটেই। যদিও এখনও ক্লিয়ার নয় যে, আদৌ তাদের ডিভোর্স হচ্ছে কি না। আর হলেও ঠিক কত টাকা তিনি দাবি করবেন! তবে ভারতীয় আইন অনুযায়ী তিনি কিন্তু সম্পত্তির দাবি করতেই পারেন। আর ৭০% এর গুজব সত্যি হলে, এই বিপুল সম্পত্তি যেতে পারে নাতাশার হাতে।
সে তো না হয় হল। কিন্তু হার্দিক এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে আয় করে জানা আছে? যদি ভাবছেন কেবল ক্রিকেট থেকেই হার্দিক এই টাকা আয় করে থাকে, তাহলে কিন্তু খুবই ভুল ভাবছেন। হ্যাঁ, তার আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস্য ক্রিকেট ঠিকই, তবে এছাড়াও আরা নানা জায়গা থেকে ইনকাম করেন হার্দিক।
হ্যাঁ, আজকের দিনে তিনি রাজার হালে থাকেন ঠিকই। কিন্তু একটা সময় এমন ছিল যখন বেশ আর্থিক সমস্যার মধ্যেই দিন কাটিয়েছেন তারকা। আর তখন থেকেই স্থির করেছিলেন যে, জীবনে রাজার মত করেই বাঁচবেন তিনি। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হার্দিক এখন প্রতিটি ওয়ান ডে ম্যাচের জন্য ২০ লাখ, টেস্ট ম্যাচের জন্য ৩০ লাখ, ও টি২০-র জন্য ১৫ লাখ করে নিয়ে থাকেন। তবে আইপিএল-এ আর লাখে নয়, বরং কোটিতে খেলার মানুষ তিনি। চলতি সিজনেই নিয়েছেন ১৫ কোটি টাকা।
আর এই সমস্ত টাকাই কিন্তু তিনি নিজের যোগ্যতাতেই পেয়েছেন। এখানে বলে রাখি, ক্রিকেট ছাড়াও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ব্র্যান্ড থেকেও প্রচুর আয় করেন হার্দিক। এই যেমন, BoAt, Sin Denim-এর মত বিভিন্ন ব্র্যান্ডের মুখ তিনি।
শোনা যায় গুজরাটের ভাদোদরার পশ এলাকা দিওয়ালিপুরায় প্রায় ৬ হাজার বর্গফুটের একটি বাড়ি রয়েছে হার্দিকের। আজকের দিনে যার আনুমানিক মূল্য প্রায় ৩.৬ কোটি টাকা। এছাড়াও বিভিন্ন রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে তার। গ্যারাজে রয়েছে নানা ধরণের সব ঝাক্কাস গাড়ি। ৬ কোটির বেশি মূল্যের রোলস রয়েস, ৪ কোটি টাকার একটি ল্যাম্বরগিনি হুরাকান ইভি, অডি A6, রেঞ্জ রোভার ভোগ, জিপ কম্পাস, মার্সিডিজ জি-ওয়াগন, পোর্শে কেয়েন এবং টয়োটা। এখন সত্যি সত্যিই ডিভোর্স হলে এই সবকিছুতেই ভাগ বসালেও বসাতে পারেন নাতাশা স্ট্যানকোভিচ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম