।। প্রথম কলকাতা ।।
Mimi chakraborty: ঠকঠক করে কাঁপছে মিমির গাড়ি, বাংলাদেশে কোন বিপদের মুখে পড়লেন ? প্লেনে উঠতে গিয়ে যা হল। কোনওরকমে দৌঁড়ে গিয়ে প্লেনে উঠলেন নায়িকা। শাকিব খানের সঙ্গে বাংলাদেশে ‘তুফান’-এর প্রচার শেষ, দেশে ফেরার পথে ঘোর বিপদের মুখে মিমি। কী ঘটেছে দেখুন নিজের চোখেই? তখন কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যায় যায়।
রানওয়েতে মিমি। কালো করে এসেছে আকাশ। ঠকঠক করে কাঁপছে গাড়ি। এমন হওয়া যে দাঁড়াতে পাচ্ছেন না। উড়ে যাচ্ছে টুপি। কোনওক্রমে টুপি চেপেই ঢুকে পড়েন বিমানের অন্দরে। বোঝাই যাচ্ছে কলকাতায় ফেরার সময় তুফানের মধ্যে পড়েন অভিনেত্রী। তবু খুশি মিমি। ঝড়ের কবলে পড়েও মিমির মুখে তখন হাসি। কারণ, ‘তুফান’-এর প্রচারে গিয়ে সত্যিই ‘তুফান’ এর মুখে পড়ে মিমির এই বাংলাদেশ সফর যেন খানিকটা সার্থক হয়েছে বলা চলে।
নাহ, এটা কোনও প্রচার কৌশল নয়। বাস্তবেই ঝড়ের মুখে পড়েন মিমি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা মিমি চক্রবর্তী।
নতুন ছবি ‘তুফান’ এর জন্য একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিতে মিমি গিয়েছিলেন বাংলাদেশ। এখানে উপস্থিত ছিলেন তাঁর ছবির নায়ক শাকিব খানও। বাংলাদেশে এটাই মিমির প্রথম কাজ। তাই ছবির প্রচারেও কোনও খামতি রাখতে চান না নায়িকা। এবার একেবারে মূল ধারার ছবিতে দেখা যাবে মিমিকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম গান, ‘লাগে উরা ধুরা’। মিমি ও শাকিব খানের রসায়নের প্রথম ঝলক দেখা গিয়েছে এই গানে। আপাতত সবার অপেক্ষা মূল ছবিটি মুক্তির। দীর্ঘদিন পরে, একেবারে মূলধারার ছবিতে দেখা যাবে মিমিকে। তাঁর আগের ছবিটি ছিল ‘রক্তবীজ’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম