।। প্রথম কলকাতা ।।
Nandini Chakraborty: রাজ্যপালের সচিব পদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তীকে এবার স্বরাষ্ট্রসচিব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দিনী চক্রবর্তীকেই এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নন্দিনী পর্যটন দফতরের সচিব পদে রয়েছেন। সেখান থেকে সরিয়ে স্বরাষ্ট্র সচিব পদে আনা হবে তাঁকে।
উল্লেখ্য, নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। অতীতে তিনি পালন করেছেন রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব। নন্দিনী রাজভবনে যাওয়ার পরেই ‘শাসক দলের লোক’ তকমা পান। এই সমগ্র বিষয়টি খুব একটা ভালো চোখে দেখেনি রাজ্যের বিজেপি নেতারা। রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে অনেকেই, রাজভবনে তাঁর (পড়ুন নন্দিনী চক্রবর্তী ) উপস্থিতি পছন্দ করছিলেন না।
অন্যদিকে, আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে মুখ্যসচিব পদে । কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব পদের জন্য বি এস গোপালিকার নামে অনুমোদন মিলেছে। আজ থেকেই দায়িত্ব নিচ্ছেন বি এস গোপালিকা। এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে, হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যের আর্থিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে মেয়াদ শেষ হওয়ার পর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম