।। প্রথম কলকাতা ।।
Round Up 2022: ২০২২ তো চলে গেল, সামনে এখন ২০২৩। নতুন বছরের নতুন পরিকল্পনায় সেজে উঠবে সময়। ২০২৩ কেমন ভাবে কাটবে সেই নিয়ে ইতিমধ্যে অনেকে নানান ধরনের প্ল্যান করছেন। কেউ বা গুগলে গিয়ে সার্চ করছেন, কেমন ভাবে নতুন বছর কাটানো যায়। ২০২২ এ ভারতের মানুষ গুগলে সবথেকে বেশি কি সার্চ করেছেন জানেন? গুগল সার্চে টপ র্যাঙ্কিংয়ে দশটি এমন নাম রয়েছে যা জানলে আপনি একটু অবাক হয়ে যাবেন। সাধারণত ভারতের তিনটি বিষয় বেশি চর্চায় থাকে। রাজনীতি, বলিউড আর ক্রিকেট। কিন্তু সেখানে গুগল সার্চিংয়ের টপ র্যাঙ্কিংয়ে বলিউড, ক্রিকেট কিংবা রাজনীতির তাবড় তাবড় নেতা বা তারকাদের নাম উঠে আসেনি। এখানেই প্রশ্ন, মানুষ তাহলে গুগলে কি সার্চ করেছে? ২০২২ সালে ভারতবর্ষের মানুষ ঠিক কোন দশটি নাম সব থেকে বেশি সার্চ করেছেন একটু দেখে নিন।
• নুপুর শর্মা
গুগল র্যাঙ্কিং অনুযায়ী, প্রথমেই রয়েছে নুপুর শর্মার (Nupur Sharma) নাম। যার বিতর্কিত কিছু মন্তব্যের জেরে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। বহু মানুষ গুগলে গিয়ে নুপুর শর্মার নাম সার্চ করে জানতে চেয়েছিলেন, তিনি আসলে কে।
• দ্রৌপদী মুর্মু
২০২২ এ গুগল সার্চে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে যার নাম উঠে আসেন তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তাঁর জীবনের পরতে পরতে রয়েছে লড়াইয়ের গল্প। সাধারণ স্কুল শিক্ষিকা থেকে রাষ্ট্রপতি হওয়া, এই গল্প মানুষকে অনুপ্রেরণা জাগায়। জীবন পথে বারংবার ঠোক্কর খেয়েছেন। তাঁর রাজনৈতিক স্ট্রাগল আপনাকে হতবাক করবে।
• ঋষি সুনাক
২০২২ সালে আন্তর্জাতিক মহলে রাজনীতিতে বারংবার যে ভারতীয়র নাম উঠেছে তিনি হলেন ঋষি সুনাক (Rishi Sunak)। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী। বরিস জনসনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বারংবার তাঁর নাম উঠে এসেছে। অবশেষে মানুষের মন জয় করে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেন। ব্রিটেনের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়। যে ব্রিটিশরা ২০০ বছর ধরে ভারত শাসন করছিল আজ সেই ব্রিটিশদের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত।
• সুস্মিতা সেন ও ললিত মোদী
চার এবং পাঁচ নম্বরে রয়েছে লাভ বার্ডস সুস্মিতা সেন এবং ললিত মোদীর নাম। টানা দু’মাস সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় ছিল এনাদের নাম। তারপর হঠাৎ করেই দুজন দুজনকে টুইটারে আনফলো করে দেন। ললিত মোদী নিজের প্রোফাইল পিকচারে সুস্মিতার সঙ্গে তাঁর ছবি রেখেছিলেন। সবাই জেনে গিয়েছিল যে সুস্মিতা ললিত মোদীর ‘বেটার হাফ’ হতে চলেছেন। কিন্তু সেই ধারণা অবশেষে সত্যি হল না। সুস্মিতাকে কিছুদিন পর দেখা গেল প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে।
• অঞ্জলি অরোরা
ছয় নম্বরে রয়েছে অঞ্জলি অরোরার (Anjali Arora) নাম। ইনি কোন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বলিউড স্টার নন। তবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছে। অঞ্জলি আরোরাকে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে বিভিন্ন নাচ বা গানের ভিডিওতে দেখা গিয়েছে।
• আব্দু রোজি
সাত নম্বরে কিউট আব্দু রোজি (Abdu Rozi)। ২০২২ এ বিগ বসের ঘরে এন্ট্রি নিয়েছে আব্দু। যার কিউটনেসে মুগ্ধ দর্শকরা। আব্দু বিগ বসের ঘর জমজমাট করে দিয়েছে। ইনি কোথায় থাকেন? এনার পরিচয়, এই সম্পর্কিত নানান তথ্য জানতে ২০২২ এ মানুষ গুগলে প্রচুর বার আব্দুর নাম সার্চ করেছেন।
• একনাথ শিন্ডে
আট নম্বরে রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। শিবসেনা থেকে বিজেপি, তাঁর রাজনীতিকে ঘিরে তিনি বেশ চর্চায় ছিলেন। একনাথ শিন্ডের জীবন কাহিনী বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। প্রথম জীবনে তিনি অটো চালাতেন। তারপর কিশোর বয়সে আসেন মুম্বাইতে। সেখানে শিবসেনা দলের জন্য একটি শ্রমিক ইউনিয়ন চালু করেছিলেন। ধীরে ধীরে রাজনীতিতে শুরু হয় স্ট্রাগল পর্ব। বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
• প্রবীণ তাম্বে
৯ নম্বরে রয়েছে প্রবীণ তাম্বের (Pravin Tambe) নাম। ভারতীয় ক্রিকেটে তিনি ইতিহাস তৈরি করেছেন। এমনকি এই কেকেআর তারকার বায়োপিক তৈরি হয়েছে। শত প্রতিকূলতা, বাধা, সমাজের উপহাসকে হারিয়ে কিভাবে যে মনের ইচ্ছা জয়লাভ করে, তা তিনি দেখিয়েছেন। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে ‘কৌন প্রবীণ তাম্বে’ (Kaun Pravin Tambe) নামক একটি ছবি।
• অ্যাম্বার হার্ড
১০ নম্বর হয়েছে অ্যাম্বার হার্ড (Amber Heard)। কে ইনি? এটাই ছিল গোটা বিশ্বের বহু মানুষের প্রশ্ন। ২০১৫ সালে পাইরেটস অব ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী অ্যাম্বার হার্ডের। ২০১৭ সাল পর্যন্ত বিয়ে টিকে থাকলেও, ২০১৬ সালেই জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনে। অবশেষে দীর্ঘ টানাপোড়েন আর কাদা ছোঁড়াছুঁড়ির পর জনি ডেপ মানহানি মামলায় জিতে যান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম