।। প্রথম কলকাতা ।।
Round Up 2022: গোটা বিশ্ব নতুন বছর ২০২৩ কে আগমন জানাতে উদযাপনের নানান প্রস্তুতিতে ব্যস্ত। ২০২২ সালে মানুষ অনেক কিছু হারিয়েছে, আবার অনেক কিছু পেয়েছে। ২০২০ আর ২০২১ এর ঘরবন্দি জীবন থেকে মানুষ ২০২২ এ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে। বিশ্বজুড়ে কিছুটা হলেও কমেছে করোনা আতঙ্ক। পিছনে পড়ে থাকবে ২০২২ এর সমস্ত খারাপ লাগা, ভালো লাগা মুহূর্তগুলি। মানুষ নতুন আশা, স্বপ্নকে কেন্দ্র করে নতুন করে আঁকড়ে ধরবে ২০২৩কে। নতুন ভাবে শুরু হবে স্বপ্নের জাল বোনা। এই যে গোটা একটা বছর পিছনে ফেলে আসলেন, এই বছরে কোন কোন ভারতীয় আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছেন? যাদেরকে নিয়ে বারংবার গর্বিত হয়েছেন ভারতীয়রা। একটু ফিরে তাকান ২০২২ এ। বিশ্বের দরবারে যে ভারতীয়রা নজর কেড়েছেন, তাদের সম্পর্কে একটু জেনে নিন।
(১) ২০২২ সালে আন্তর্জাতিক মহলে রাজনীতিতে বারংবার যে ভারতীয়র নাম উঠেছে তিনি হলেন ঋষি সুনাক (Rishi Sunak)। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী। বরিস জনসনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বারংবার তাঁর নাম উঠে এসেছে। অবশেষে মানুষের মন জয় করে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেন। ব্রিটেনের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়।
(২) ২০২২ সালে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার (Radha Ayengar) । মার্কিন মুলুকে ভারতীয়দের কৃতিত্ব ক্রমশ প্রকাশ্যে আসছে। জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন ভারতীয়রা। রাধা এর আগে আমেরিকা প্রতিরক্ষা বিভাগে পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও আন্তর্জাতিক সুরক্ষা নীতি বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর পাশাপাশি আরেক জনের নাম উঠে আসে, তিনি হলেন ২৩ বছর বয়সী নাবিলা সইদ (Nabeela Saeed)। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে রিপাবলিকানদের আসন ছিনিয়ে নিয়েছেন। তিনি হলেন আমেরিকার ইতিহাসে কনিষ্ঠতম জনপ্রতিনিধি।
(৩) ২০২২ সালে ভারতে প্রথম কেউ আন্তর্জাতিক বুকার পুরস্কার (International Booker Prize) পেয়েছেন। তিনি হলেন গীতাঞ্জলি শ্রী (Gitanjali Shree)। বিশ্ব জুড়ে সারা পড়ে গিয়েছে ভারতীয় এই লেখিকাকে নিয়ে। ভারতীয় মেয়ে গীতাঞ্জলির শ্রীর হাত ধরে ভারতে এই পুরস্কার এসেছে। তাঁর লেখা ‘রেত সমাধি’, একটি হিন্দি উপন্যাস। ইংরেজিতে অনুবাদ করে নাম হয়েছে ‘টম্ব অফ স্যান্ড’ (Tomb of Sand )। পুরস্কার বাবদ লেখিকা পেয়েছেন প্রায় ৫০লক্ষ টাকা। ‘রেত সমাধি’ হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল। গীতাঞ্জলি শ্রী অনুবাদকের সঙ্গেও পুরস্কার ভাগ করে নিয়েছেন।
(৪) ২০২২ এ গোটা বিশ্বে ধনীতম ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ছিলেন গৌতম আদানি (Goutam Adani)। এছাড়াও ফোর্বসের তালিকা অনুযায়ী তিনি হলেন শীর্ষ ধনী ব্যক্তি। ২০২২ এর গৌতম আদানির সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বেড়েই চলেছে। ফেব্রুয়ারি মাসে তিনি মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে দাপট চালিয়েছেন বিশ্বে। এছাড়াও তিনি সমাজকল্যাণমূলক নানান কাজের জন্য স্বীকৃতি অর্জন করেছেন।
(৫) কাতারে ফুটবল বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে, বলিউডের নোরা ফতেহিকে (Nora Fatehi)। নোরা হলেন প্রথম ভারতীয় যাকে ফিফা বিশ্বকাপে থিম সংয়ে দেখা গিয়েছিল। নোরা মূলত জন্মসূত্রে মরোক্কান, কিন্তু বিশ্বের দরবারে তিনি ভারতীয় হিসেবে পরিচিত। বলিউডকে দিয়েছেন একের পর এক সুপার-ডুপার হিট গানের পারফরম্যান্স। ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম