।। প্রথম কলকাতা ।।
Pakistan: মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খানের (Imran Khan) লাহোরে জামান পার্কের বাসভবনে পৌঁছেছে পুলিশ কর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ ইমরান খানের বাসভবনের বাইরে রয়েছে। পুলিশের গাড়ি ইমরান খানের বাসভবনে পৌঁছনোর সময়, তার দল পিটিআই সমর্থকদের শিগগিরই জামান পার্কে পৌঁছানোর আহ্বান জানায়।
ডনের প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) শাহজাদ বুখারি বলেছেন যে পিটিআই প্রধানকে হেফাজতে নেওয়ার জন্য কর্মকর্তারা ইমরান খানের বাসভবনের বাইরে জড়ো হয়েছিল। তবে ইমরান খানকে পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করতে এসেছে তা এখনও জানা যায়নি কারণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইসলামাবাদের ডিআইজি ইমরান খান যে মামলায় গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন তার বিবরণ প্রকাশ করেননি।
ইমরান খানের সমর্থকরা তার বাসভবনের বাইরে বিপুল সংখ্যায় জড়ো হলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার সমস্ত রাস্তা অবরোধ করে এবং পুলিশের পদক্ষেপকে প্রতিহত করতে ৭০ বছর বয়সী নেতার বাসভবনের বাইরে বিপুল সংখ্যক পিটিআই কর্মী উপস্থিত রয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ফারুখ হাবিব দাবি করেছেন যে ইমরান খানের জীবন বিপদের মধ্যে রয়েছে। টুইটারে ফারুখ হাবিব বলেন, “এফ৮ কোর্টে হাজিরা মৃত্যু ফাঁদের চেয়ে কম নয়।” পিটিআইয়ের ফাওয়াদ চৌধুরী বলেছেন যে তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। শিগগিরই শুনানি হবে বলে তিনি জানান।
এদিকে, পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন-এর প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, “আজ যদি জামান পার্কে কোনো পুলিশ অফিসার বা জওয়ান আহত হয়, তার দায়ভার ইমরানই নেবেন। জাতির সন্তানরা নিষ্ক্রিয় নয়, দায়িত্ব পালন করছে।”
তবে মঙ্গলবার, ইসলামাবাদের একটি আদালত গত বছর একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার জন্য ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৬ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম