।। প্রথম কলকাতা ।।
ইমরান খান হাত মেলাচ্ছেন নওয়াজ শরিফের সঙ্গে। নওয়াজ শরিফের এমাসেই ইসলামাবাদ ফেরার কথা। খান ভয় পেয়ে দেশ ছেড়ে দেবেন নিজেই মুখ খুলে করলেন চাঞ্চল্যকর দাবি। পাকিস্তানে নির্বাচনের আগেই বড়সড় কিছু ঘটার ইঙ্গিত। পাকিস্তানে রাজনীতির গল্প এবার শেষ থেকে শুরু। নওয়াজ শরিফ পাকিস্তানে ঢোকার আগেই দেশ ছেড়ে পালাবেন ইমরান খান? এত বড় বিশ্বাসঘাতকতা কী পাকিস্তানের ইমরান সাপোর্টাররা সহ্য করতে পারবেন? ইমরান খানের কারেন্ট স্টেটাস বলছে জামিন পাওয়া সত্ত্বেও তিনি বর্তমানে জেলেই আছেন কারণ ইসলামাবাদে একটি বিশেষ আদালত পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির গ্রেপ্তার–পরবর্তী জামিন আবেদনের শুনানির দিন পিছিয়ে দিয়েছেন।
তাহলে কী নির্বাচনের আগে রেহাই নেই পাকিস্তান কী জাতীয় নির্বাচনের ঘোষণা করে দিল? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন সেপ্টেম্বরেই তাদের দেশে পা রাখবেন নওয়াজ শরিফ কিন্তু এখানে টুইস্টটা কোথায় জানেন? নওয়াজ শরিফের পার্টি এবার যেন হাত মেলাতে চাইছে ইমরান খানের দলের সঙ্গে। এনডিটিভির রিপোর্ট বলছে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা আতা তারার বলেছেন পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণায় যদি আরও লেট হয় তাহলে তারা তেহেরিক-ই-ইনসাফের সঙ্গে হাতে হাত মিলিয়ে নামবে বড়সড় বিক্ষোভে। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের বড় বিরোধী হল খানের পিটিআই। সেখানে পিটিআইয়ের সঙ্গে হাত মিলিয়ে প্রতিবাদে সামিল হবে পিএমএলএন হঠাৎ এখন এমন সৌজন্য কিসের? অবশ্য এটাই তো রাজনীতির মজা কখন কে কার সঙ্গে হাত মেলাবে কেউ জানে না।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচন হওয়ার কথা সূত্র অন্তত তেমনই তথ্য তুলে ধরছে। তার আগেই গুঞ্জন চলছিল কারাবন্দী ইমরান খান ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে বিদেশে রীতিমত পাড়ি জমাচ্ছেন আর হয়ত সেটা পাকিস্তানের নির্বাচনের আগে। হয়ত পাকিস্তানের পাওয়ারফুল মাথারা তাঁকে নিশ্চিত করেছিল পাকিস্তানের রাজনীতি নিয়ে আর কোনওভাবে মাথা না ঘামালে তাঁর আইনের হাত থেকে বেঁচে যাওয়ার ১০০ শতাংশ চান্স রয়েছে। এবার এই সব কন্ট্রোভার্সিকে নস্যাত করে দিলেন ইমরান নিজেই। কী বললেন তিনি সেটা জানার আগে জেনেনিন। পাকিস্তানের সিন্ধ প্রদেশের গর্ভনর লন্ডনে গিয়ে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতক ও অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে রীতিমত আলোচনা করেন তিনি। কিন্তু দেশ থেকে নির্বাসিত নওয়াজ শরিফের সঙ্গে এধরণের আলোচনা কেন? তাহলে কী তিনিই হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী?
ইমরান খান তাঁর আইনজীবীকে জানিয়েছেন মুক্তির ব্যাপারে কোনও সমঝোতা হয়নি কখনোই দেশ ছেড়ে যাবেন না তিনি। কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সোয়াইব শাহীন। সেখানেই ইমরান তাঁর আইনজীবী শাহীনকে এসব কথা বলেন। ইমরানের আরও দাবি, তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এখন দেখার পাকিস্তানের জাতীয় নির্বাচন পর্যন্ত ইমরান খান জামিন পায় কিনা তাহলে সেটাই হবে পাকিস্তানের সবথেকে বড় ব্রেকিং নিউজ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম