৷৷ প্রথম কলকাতা ৷৷
Pakistan: ভারতকে বড় বিপদে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে পাকিস্তান৷ এবার নয়া অপরাধের বোঝা ভারতের কাঁধে চাপানোর চেষ্টা? পাকিস্তানের মাটিতে খুব বড় বিপর্যয় ঘটে যেতে পারে কয়েক মাসের মধ্যেই৷ ভারতকে পাল্টা পন্থা নিতেই হবে৷ একদিকে বালোচ বিদ্রোহীদের সঙ্গে তুমুল গৃহযুদ্ধ শুরু হয়েছে পাকিস্তানি সেনার৷ তার মধ্যে ইসলামাবাদের নতুন চালাকি? ভারতের ওপর এত বড় অপরাধের দায় চাপাচ্ছে পাকিস্তান৷ কী প্রমাণ রয়েছে ইসলামাবাদের কাছে? নাকি পাকিস্তান যা ক্লেম করছে তাতে একটু হলেও সত্যতা আছে? পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ৷
ওয়াজিরাবাদে ইমরান খান একবার গুলিবিদ্ধ হয়েছেন৷ কিন্তু এবার সামনে আরও বড় বিপর্যয় আসতে চলেছে? তেমনি একটা ইঙ্গিত দিয়ে দিল পাক সরকার ভারতের গুপ্তচর সংস্থা প্রাণে মেরে ফেলতে চাইছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ নাম না করে এমনই দাবি করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা চলতি মাসেই তো ‘লং মার্চ’এ ভাষণ দেওয়ার সময় ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল৷ ইমরান খান তবুও বলেছিলেন তিনি লড়াই থামাবেন না৷ সেই দায়ও কি পাকিস্তান সরকার ভারতের ওপরই চাপাবে?
কূটনৈতিক মহল বলছে, টুইস্ট আসলে অন্য জায়গায়৷ শাক দিয়ে বড়সড় মাছ ঢাকার চেষ্টা চলছে৷ কিন্তু সেই মাছকে ঢাকা যাচ্ছে না৷ পাক সরকারের ভারতকে নিয়ে করা দাবি মানতে নারাজ খোদ ইমরানের খানের দলই৷ তেহরিকই ইনসানের সদস্যরা বলছেন এটা আগাম বিপদের আভাস৷ পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তা তথা মেজর জেনারেল ফয়জল নাসির এবং স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লার বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলেছিলেন ইমরান খান৷ তবে এবার যেন খেলাটা ঘুরিয়ে দিতে চাইল শাহাবাজ সরকার৷ ইমরানের অভিযোগ খারিজ করতে সাংবাদিক বৈঠক করেন পাক সেনার জনসংযোগ শাখার ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’(আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইফতিকার বাবর৷
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের অনেকেই মনে করছেন, ইমরান খানের ওপর গুলি চালানোর প্রায় আড়াই সপ্তাহ পরে নাম না করে ভারতীয় সংস্থার ঘাড়ে সানাউল্লার দোষ চাপানোর চেষ্টা ‘পরিকল্পিত’ বা প্ল্যানিং। তাঁদের মতে, আবার ইমরানের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে পাক সেনা ও সরকার তাই আগে থেকেই ‘সাফাই’ দিয়ে রাখলেন সানাউল্লা৷ যাতে আন্তর্জাতিক মহলের নজর ভারতের ওপর যায়৷ তবে সবথেকে বড় প্রশ্ন কোনও কারণ ছাড়াই পাকিস্তানের বর্তমান বিরোধী নেতা ইমরান খানের ওপর হামলা চালিয়ে ভারতের লাভের লাভটা আদতে কি হবে? এখানেই তো ধরা পড়ে যাচ্ছে ইসলামাবাদ৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম