।। প্রথম কলকাতা ।।
Imran Khan: পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক সংকট (Crisis) যে কতটা গুরুতর তা বলার অপেক্ষা রাখে না। দিনের পর দিন দেশটির ঋণের বোঝা বেড়েই চলেছে। বহু সাধারণ মানুষ আছেন যারা প্রতিদিন বেঁচে থাকার জন্য নিজেদের অস্তিত্বের সঙ্গে লড়াই করছেন। বহু মানুষের কাছে কাজ নেই। আবার কারোর কাছে সামান্য মূল্যের রুটি চড়াদমে কেনার পয়সা নেই। এমত পরিস্থিতিতে পাকিস্তানকে ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে দেশটির রাজনৈতিক (Political) পরিস্থিতি। ইমরান খানকে (Imran Khan) কেন্দ্র করে একের পর এক হট টপিকের মধ্যে উঠে আসছেন নানান ঘটনার বাতাবরণ। এবার সরাসরি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাসীন মুসলিম লীগের শত্রু বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তার বক্তব্য অনুযায়ী, বর্তমানে ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এমন সংকটময় জায়গায় এনে দাঁড় করিয়েছেন যেখানে নয় ইমরান খান খুন হবেন, নয় তারা খুন হবেন।
রাজনীতির ময়দানে বড় শত্রু ইমরান!
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রানা সানাউল্লাহের মন্তব্যের পর দেশটিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ইমরান খানের দল পিটিআই(PTI)। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে রানা সানাউল্লাহ রবিবার একটি সাক্ষাৎকার দেন। যেখানে স্পষ্ট করে জানান, “ইমরান খান খুন হবেন, নয়তো আমরা খুন হব”। তার বক্তব্য অনুযায়ী, দেশের রাজনৈতিক অবস্থাকে পিটিআই এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে দুটি দলের মধ্যে যে কোনো একটি টিকে থাকবে। ইমরান খান নাকি রাজনীতির ময়দানে বড় শত্রুতে পরিণত হয়েছেন। এখন ইমরান খান তাদের বড় শত্রু আর তার সঙ্গে এই শত্রুর মতোই আলোচনা আচরণ করা হবে। উপস্থাপক রানা সানাউল্লাহের উদ্দেশ্যে বলেন, তার এমন মন্তব্যে পাকিস্তানের অরাজকতা তৈরি হতে পারে। তার উত্তরে তিনি জানান, পাকিস্তানে ইতিমধ্যেই অরাজকতার সূচনা হয়ে গিয়েছে। পরোক্ষ ভাবে তিনি অরাজকতার সূচনার নেপথ্যের কারণ হিসেবে দায়ী করছেন ইমরান খানকে।
রানা সানাউল্লাহ বক্তব্যকে কেন্দ্র করে বেশ চিন্তায় পড়েছে পিটিআই। তারা ইমরান খানের উপর জীবনের হুমকি রয়েছে বলে দাবি করে একটি আরজি পেশ করে সুপ্রিমকোর্টে। আইনি হাজারো ঝামেলায় জড়িয়ে থাকলেও ইমরান খান ২৫ মার্চ শনিবার লাহোরে মিনার-ই-পাকিস্তানে সমবেত হয়েছিলেন। সেখানে ১০ দফা প্রস্তাব উত্থাপন করেন। পাশাপাশি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, পাকিস্তানের বর্তমান সরকার নাকি তার দলে নেতাকর্মীদের এবং তাকে যথেষ্ট হয়রানি করছে। তিনি পাকিস্তানের বিভিন্ন খাতকে নতুন রূপে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম