।। প্রথম কলকাতা ।।
গতকাল জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে হরমানপ্রীত কৌর। আজ প্রথম ডাবল হেডার ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামে সবচেয়ে বেশি দরে ভারতের সহ-অধিনায়ককে দলে নিয়ে আরসিবি। আর তারপর থেকেই অনেকে স্মৃতি মন্ধনাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন। মন্ধনা এবং কোহলি উভয়েই তাদের ভারত এবং আরসিবিতে ১৮ নম্বর জার্সি ভাগ করে নিয়েছেন।
কোহলি গত বছর আরসিবি অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পরে, ফ্র্যাঞ্চাইজি মান্ধনাকে একটি নতুন ১৮ নম্বর অধিনায়ক পেয়েছে। বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা দলের অধিনায়ক। স্মৃতি মান্ধানা জানিয়েছেন যে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) বিরাট কোহলির সঙ্গে তুলনা পছন্দ করেন না, তিনি যা অর্জন করেছেন তার কাছাকাছি তিনি কোথাও নেই।
মন্ধানা মুম্বাইতে সাংবাদিকদের বলেন, “আমি এই ধরনের তুলনা পছন্দ করি না কারণ সে (কোহলি) যা অর্জন করেছে তা বিস্ময়কর। আমি শুধু আশা করি যে আমি সেই স্তরে পৌঁছাতে চাই, কিন্তু আমি কাছাকাছি কোথাও নেই। তিনি এই ফ্র্যাঞ্চাইজির (আরসিবি) জন্য যা অর্জন করেছেন, আমি তা করার চেষ্টা করতে চাই।”
কোহলি আইপিএলে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে মন্ধানাকে ডাব্লুপিএল-এর জন্য ব্যাঙ্গালোর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিলেন। কোহলি মান্ধানার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে তিনি বিশ্বের সেরা দল এবং সেরা ভক্তদের সমর্থন পাবেন।
অধিনায়ক প্রসঙ্গে মন্ধনা বলেন, “আমি ১৬ বছর বয়স থেকেই ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছি, আমি চ্যালেঞ্জার্স ট্রফিতে মহারাষ্ট্র দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। ডাব্লুপিএল-এ আমার যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে আমি তা ব্যবহার করতে চাই।”