।। প্রথম কলকাতা ।।
Botanical Garden: শিবপুরের বোটানিক্যাল গার্ডেনকে কেন্দ্র করে এক অপ্রীতিকার ঘটনা এল প্রকাশ্যে। বি গার্ডেন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার তিন তরুণ টিকিট না কেটেই অবৈধভাবে বোটানিক্যাল গার্ডেনে (Botanical Garden) ঘুরতে আসে বলে জানা যায়। তাদেরকে সেখানে আড্ডা মারতে দেখে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসে কথা বলার জন্য। আর তারপরেই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই তিন তরুণ রেলিং টপকে ঝাঁপ দেয় গঙ্গায় (Ganga)। দুজন সুস্থ ভাবে গঙ্গা থেকে উঠে আসলেও নিখোঁজ (Missing) এক তরুণ।
সূত্রের খবর অনুযায়ী, প্রসেনজিৎ মাঝি, সনু মাঝি এবং আকাশ মাহাতো এই তিনজনেই বি গার্ডেন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁরা গতকাল বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢোকে কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় নিরাপত্তা রক্ষীদের। তারপরে এই মর্মান্তিক ঘটনা। এখনও পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি প্রসেনজিতের। ঘটনাস্থলে গতকাল এসে উপস্থিত হয় শিবপুর থানার পুলিশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসার কারণে ডুবুরি নামান তাঁরা। রিভার ট্রাফিক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যৌথভাবে প্রসেনজিৎকে খোঁজার চেষ্টা করে। কিন্তু তাঁর হদিশ পাওয়া যায়নি।
প্রসেনজিতের বন্ধু আকাশ এবং সনুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবারের দাবি, নিরাপত্তারক্ষীর তাড়াতেই গঙ্গায় ঝাঁপ দিতে বাধ্য হয়েছে প্রসেনজিৎ। এই প্রতিবেদনটির লেখা পর্যন্ত প্রসেনজিতের পরিবারের তরফ থেকে থানায় কোনরকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ ওই তরুণদের টিকিট না কেটে ভেতরে ঢোকার বিষয়টিতেই বেশি জোর দিয়েছেন। বোটানিক্যাল গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং জানান, ওই তিনজন টিকিট ছাড়াই ঢুকেছিল বোটানিক্যাল গার্ডেনে। তাদের উপর নিরাপত্তারক্ষীদের নজর পরে ঠিক কথা কিন্তু গার্ডেন চত্বরে কোনো ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটে থাকলে সেই বিষয়ে তাঁরা অবগত নন বলেই জানিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম