।। প্রথম কলকাতা ।।
Tan Removal: পুজো এসে গিয়েছে। এতোদিনে নিশ্চয়ই পার্লারে গিয়ে রূপচর্চা সেড়ে ফেলেছেন। আবার ফিরে পেয়েছেন আমার আমিকে। ত্বক এখন বেশ উজ্জ্বল ঝকঝকে। এবার নতুন পোশাক পরে বেরিয়ে পড়ার অপেক্ষা। তবে পুজোর দিনগুলোর জন্য রূপচর্চার কথা ভেবে রেখেছেন তো?ভাবছেন, তার আবার কি প্রয়োজন! যতই পার্লারে যান, পুজোর দিন রোদে ধুলোয় ঘুরলে হাতে পায়ে গলায় ঘাড়ে ট্যান পড়বেই। সেই ট্যান তুলতে হবে তো। পুজোয় প্রতিদিন তো আর পার্লারে যাওয়ার সময় মিলবে না। তাই ঘরোয়া উপায়ে প্রতিদিনের ট্যান কিভাবে তুলবেন দেখে নিন এই প্রতিবেদনে।
রোদ মানেই ত্বকের দফারফা৷ সানস্ক্রিন মেখে বেরনোর পরেও ট্যান যেন বাড়তি পাওনা৷ খোলামেলা পোশাকে ভিড়ের মাঝে গেলেই মন খুঁতখুঁত৷ কিন্তু বাড়িতে বসে কষ্ট পেলে তো আর হবে না৷ পুজোয় অঞ্জলির পর ঘুরে বেড়ানো থাকবেই। বাড়ি ফিরতেও রাত হতে পারে। ঘুমও তাই কম হবে৷ সব মিলিয়ে চোখের নিচে কালি, মুখে কালো ছোপ৷ ক্লান্তি যেন স্পষ্ট৷ এই পরিস্থিতিতে চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে একমাত্র ভরসা শশা৷
কীভাবে ব্যবহার করবেন?
পাতলা করে শশা কেটে নিন৷ তারপর কিছুক্ষণ হালকা হাতে গালে ঘসতে শুরু করুন৷ মিনিট দশেক গালের ওপর শশার আস্তরণ লাগিয়ে রাখুন৷ শশাগুলির রস শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷ আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আবার আগের মতো মোহময়ী হয়ে উঠেছেন।
আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনার জন্য মধু এবং লেবুর কোনও বিকল্প নেই৷ একটি পাত্রে দু’চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মেশান৷ পনেরো মিনিট ধরে ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷ এই মিশ্রণের ব্যবহারে আপনি হয়ে উঠবেন আগের মতোই ঝকঝকে।
একটি পাত্রে বেসন নিন। তার সঙ্গে পরিমাণ মতো কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। তাতে মিশিয়ে দিন টক দই। এতেই আপনার প্যাক তৈরি হয়ে যাবে। সেটা আপনার হাতে, পায়ে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের জেল্লা হবে দেখার মতো।
মুসুর ডালও ত্বকের যত্ন নেওয়ার জন্য বেশ উপকারী। বিশেষজ্ঞজের মতে, প্রাকৃতিক ক্লিনজার ও এক্সফোলিয়েটর হিসেবে মুসুর ডাল বেশ কার্যকরী। আপনিও চাইলে এটিও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো মুসুর ডালের প্যাক নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অ্যালোভেরা জেল। এর সঙ্গে একটি টমেটোর পেস্ট মেশান। আপনার ট্যান রিমুভাল প্যাক তৈরি। সেটা হাতে, পায়ে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের জেল্লা হবে দেখার মতো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম