।। প্রথম কলকাতা ।।
Dandruff Remedies: শীতকাল আসতে না আসতেই মাথায় খুশকি ভোরে গেছে? মাথায় হাত দিলেই খুশকি ঝড়ে ঝরে পরছে? আর এই খুশকির সমস্যা যত বারবে ততই চুলও উঠবে গোছা গোছা। খুশকি কে চিরবিদাই জানান এখনই। ঘরোয়া উপায়ে খুশকি দূর করুন খুব সহজেই। তবে সবার আগে জানা প্রয়োজন খুশকি কেন হয়? শীতকালে খুশকির সমস্যা অনেকেই ভোগেন। এই সময়ে ত্বক রুক্ষ হয়ে যায়। স্ক্যাল্পও রুক্ষ ও শুষ্ক হয়। তাই খুশকি সমস্যা দেখা দেয়।স্ক্যাল্প অপরিষ্কার রাখলেও খুশকি হতে পারে। স্ক্যাল্প পরিষ্কার রাখা উচিত। তাই নিয়মিত শ্যাম্পু করুনা এবং স্ক্যাল্প পরিষ্কার রাখুন। কোনও হেয়ার প্রোডাক্টে অ্যালার্জি থাকলেও খুশকি বাড়তে পারে। স্ক্যাল্প এ কোনও ফাঙ্গাল ইনফেকশনের কারণেও খুশকি হতে পারে। এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
তবে ঘরোয়া কিছু উপায় আছে যেগুলিকে কাজে লাগালে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লেবুর রস ব্যবহার করে খুশকি কমানোর পদ্ধতি বেশ জনপ্রিয়। ঘরে বসেই লেবুর রস ব্যবহার করে খুশকি দূর করতে পারেন আপনি।লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড। যা আপনার স্ক্যাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খুশকি কমায়। এছাড়া আপনার স্ক্যাল্পের পিএইচ-এর মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এটি অ্যান্টি মাইক্রোবায়াল। তাই স্ক্যাল্পে ক্ষতিকারক ফাঙ্গাসের বৃদ্ধি ধ্বংস করতে সাহায্য করে।লেবুর রস স্ক্যাল্পে লাগালে চুল পড়ার সমস্যা কমতে পারে। খুশকিও নিয়ন্ত্রণ হয়। এটি অ্যাসিডিক হওয়ায়, স্ক্যাল্প ডিপ ক্লিন করে। চুল ভালো রাখে।
জানতে হবে কিভাবে ব্যাবহার করবেন?
আপনার প্রয়োজন ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল। ২ টেবিলচামচ লেবুর রস। একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন আর লেবুর রস নিন। এবার এই দুই উপাদান ভালো করে মিশিয়ে দিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। এই মিশ্রণের মধ্যমে আপনি ভিটামিন ই অয়েলও দিতে পারেন। নাও পারেন। এবার মিশ্রণটি স্ক্য়াল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। উপকার পাবেন। এই কাজটি সপ্তাহে দুদিন করলে খুশকির সমস্যা থেকে চিরমুক্তি পেতে পারেন।
ব্যবহার করার সময়ে খেয়াল রাখবেন যে, সঠিক পরিমাণে লেবুর রস নিতে হবে। অতিরিক্ত পরিমাণে লেবুর রস নেবেন না। আর লেবুর রস স্ক্যাল্পে লাগিয়ে ১৫-২০ মিনিটের বেশি অপেক্ষা করবেন না। স্ক্যাল্পে লেবুর রস লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন। স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে বা চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু ব্যবহার করবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথমি