।। প্রথম কলকাতা ।।
Sunny Leone: নারী পুরুষের বাছবিচার নেই সানি লিওনের কাছে। এই করেই কোটি কোটি টাকা আয় করেছেন সানি। আজকের দিনে সানি লিওনের সম্পত্তি কত জানেন?সম্পত্তির নিরিখে সানি লিওন টেক্কা দিতে বলিউডের তাবড় তাবড় তারকাদের। আচ্ছা সানি লিওনকে তো সকলেই চেনেন, কিন্তু তিনি এই রঙিন দুনিয়ায় এসেছিলেন কিভাবে, তা জানতে ইচ্ছে করেনা? কে তাকে নিয়ে এসেছিল এই দুনিয়ায়? সেই জগত থেকে অভিনেত্রী বেরিয়েই বা এলেন কীভাবে? জানতে ইচ্ছে করে কি সানি লিওনের গোপন অতীত সম্পর্কে? তাহলে আজ আমরা দর্শকদের শোনাবো চেনা সানির অচেনা জীবনের কিছু কথা।
আচ্ছা সানি লিওনের কেরিয়ার সম্পর্কে আর নতুন কী বলি বলুন তো। আজকের দিনে প্রায় ৮৩ কোটি টাকার মালিক তিনি। অভিনয়ের পাশাপাশি চালাচ্ছেন ব্যবসাও। রয়েছে নিজস্ব ব্র্যান্ড। স্বামী ড্যানিয়েল ওয়েবারও যোগ্য সঙ্গ দিচ্ছে তাকে। তবে আগে কিন্তু সানির জীবন এমনটা ছিলনা। এমনকি একটা সময় তো চোখের সামনে খালি অন্ধকারই দেখতেন তিনি। বাইরে থেকে রঙিন লাগলেও, সানির জগত ছিল পুরো অন্ধকার। আর সেখান থেকে বেরিয়ে আসাটাও এক আলাদা কাহিনী।
জেনে অবাক হবেন যে, মাত্র ১৮ বছর বয়সেই তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন, যার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। একমাত্র ভাই জানতেন সানির জীবনের চরম সত্যিটার কথা। যদিও সেই সত্যি খুব বেশিদিন চাপা থাকেনি। পরিবারের অজান্তেই করণজিৎ কৌর হয়ে ওঠেন ‘দ্য সানি লিওন’।
তবে সানি কি কখনও ভেবেছিলেন, ফের কখনও এই জীবনে তিনি ফিরতে পারবেন বলে? ভেবেছিলেন তো অবশ্যই। তবে ‘দ্য সানি লিওন’ থেকে তিন সন্তানের যোগ্য মা হয়ে ওঠার এই পথ এত সহজ ছিলনা। বাড়ির সাথে সম্পর্ক তো আগেই ছিন্ন হয়েছিল। সমাজও দেখতে বাঁকা চোখেই। তাই কেরিয়ারের একটি পর্যায় এসে সানি ঠিক করেন, এই পথ আর নয়। এবার জীবন বদলাতে হবে। কিন্তু কীভাবে তা সম্ভব? কে তাকে সুযোগ দেবে? ঘুরে দাঁড়ানোর পথ যে একেবারেই সহজ নয় তা তিনি ভালোই জানতেন। তবুও বুকে বল নিয়ে চেনা গণ্ডির বাইরে পা বাড়িয়েই দিলেন।
সোজা চলে আসেন ইন্ডিয়াতে। তবে শুরুতে কাজ তো জোটেইনি উলটে মেলে অপমান। একের পর এক সংস্থা ফিরিয়েছে সানিকে। পরিচালকরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে সানিও তার লক্ষ্যে অবিচল ছিলেন। তবে জীবনের মোড় ঘুরে যায় বিগবসে আসার পর। হঠাৎ করেই সানির উপর নজর পড়ে পরিচালক মহেশ ভাট ও পূজা ভাটের। তাদের মনে হয় ‘জিসম ২’র জন্য এর চেয়ে ভালো কেউ হতেই পারেনা। সঙ্গে সঙ্গে অফারও দেন সানিকে।
যদিও ছবিটা হিট করেনি, তবে তার গান আর সানির লড়াই ছিল নজরকাড়া। জীবনে ফেরার তার এই অদম্য ইচ্ছেটাই মুগ্ধ করেছিল সকলকে। ব্যাস আর কী? এরপর একে একে স্প্লিটভিলা, সিনেমা থেকে শুরু করে কতশত অফার। এখন তো ব্যবসাতেও হাত পাকিয়েছেন নায়িকা। যুক্ত হয়েছেন নানা সামাজিক কাজকর্মে। তাকে দেখে কে বলবে যে, একদিন এই নারীই ঐ দুনিয়ার রাণী ছিলেন। নাহ্, তাকে দেখে সত্যিই বোঝার উপায় নেই। এখন তো নেটিজনরা বলেন, সানির চেয়ে ভালো মনের মানুষ নাকি আর দুটি নেই। আপনিও কি এই বিষয়ে একমত? আচ্ছা আপনার কেমন লাগে ব্যক্তি সানি লিওনকে। কমেন্ট করে জানাবেন আমাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম