।। প্রথম কলকাতা ।।
Finland The Happiest Country: এমন একটি দেশে যেখানে সবাই অত্যন্ত হাসিখুশি। খোশমেজাজে কাটছে দিন। নেই কারও প্রতি হিংসা-বিদ্বেষ। এই দেশ গোটা দুনিয়াকে বেঁচে থাকার অন্য রাস্তা দেখিয়েছে। ২০১৯ সালে বিশ্বের সবথেকে সুখী দেশের তকমা নিজের ঝুলিতে পুরেছে ফিনল্যান্ড। উত্তর-পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এই দেশটির জনসংখ্যা বিরাট নয়। কিন্তু এই দেশের এমন এমন কিছু রীতিনীতি এবং খেলা আছে যা আপনাকে অবাক করতে বাধ্য।
এই প্রতিবেদনে রইল ফিনল্যান্ড সম্পর্কিত বেশ কয়েকটি মজাদার তথ্য :
* ফিনল্যান্ডবাসী প্রচুর পরিমাণে কফি খেতে ভালোবাসেন। শুনলে অবাক হবেন এখানকার এক একজন ব্যক্তি বছরে প্রায় ১২ কেজি কফি একাই খেয়ে ফেলেন। এই দেশে মিলবে ৭৬ প্রকারের আলাদা রকম কফি। গোটা বিশ্বের আর কোন দেশে এত প্রকারের কফি পাওয়া যায় কিনা তা নিয়ে সত্যিই সন্দেহ প্রকাশ করতে হয়।
* এই দেশের প্রতিটি কলোনি কিংবা শহরে রবিবারে একটি খেলা হয়। যা এক কথায় অদ্ভুত বলা যায়। কারণ এই খেলার বিষয়বস্তু হল কে কত বেশি মশা মারতে পারবে। যিনি সবথেকে বেশি মশা মারতে পারবেন প্রতিযোগিতায় তাকেই দেওয়া হবে ‘কিং অফ মসকিউটো কিলার’ এর পুরস্কার।
* এদেশের মানুষ এত বেশি দুগ্ধজাত খাবার খেতে পছন্দ করেন যে ফিনল্যান্ড পৃথিবীর সবথেকে বেশি দুগ্ধ জাতীয় পদার্থ ভক্ষণকারী দেশ হিসেবে পরিচিত।
* এদেশে আরও এক মজাদার খেলা দেখতে পাওয়া যায়। যেখানে পুরস্কার হিসেবে মেলে বিয়ার। তবে এই খেলায় স্বামী তাঁর স্ত্রীকে বহন করে দৌড়ান একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। প্রতিযোগিতায় যিনি জিতবেন তাকে তাঁর স্ত্রীর ওজনের সমান বিয়ার দেওয়া হবে পুরস্কার হিসেবে।
* এদেশে যেমন মজার কিছু খেলা কিংবা রীতি রয়েছে তেমনি রয়েছে শিক্ষনীয় কিছু বিষয় বস্তু। ফিনল্যান্ডে যদি কেউ আইন অমান্য করেন তাহলে তাকে মোটা অঙ্কের ফাইন দিতে হয়। তবে তার আইনের পরিমাণ তাঁর উপার্জনের উপর নির্ভর করে।
* পৃথিবীর সবথেকে সুখী দেশের শিক্ষা খরচ থেকে শুরু করে হাসপাতাল খরচ সবকিছুই বহন করে সরকার।।
* গবেষণায় বলা হয়েছে, এদেশের অধিকাংশ মানুষই গান গাইতে পছন্দ করেন।
* ফিনল্যান্ডে যদি কেউ পিএইচডি ডিগ্রী অর্জন করেন তাহলে গোটা দেশের তরফ থেকে থাকে ঘটা করে অভিনন্দন জানানো হয়।
৫৫ লক্ষ জনসংখ্যার এই দেশটিতে জলাশয়ের পরিমাণ দু লক্ষেরও বেশি। এমনকি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি নীল শহর বলেও পরিচিত। কারণ গোটা দেশের মধ্যে রাজধানীতে সবথেকে বেশি পরিমাণ জলাশয় রয়েছে। ফিনল্যান্ডের বাসিন্দারা ফিনিশ হিসেবে পরিচিত। বিশ্বের যে দেশগুলি সবথেকে সুখী দেশের তালিকায় নাম লিখিয়েছেন তাদের মধ্যে রয়েছে এই ফিনল্যান্ডের নামও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম