।। প্রথম কলকাতা ।।
US Warned China: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে (Ukraine-Russia Conflict) কেন্দ্র করে স্নায়ু যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্বের তাবড় তাবড় দেশগুলি। যেখানে চীনকে (China) বিশেষজ্ঞরা দু’মুখো বলে মনে করছেন। চীন শান্তির প্রস্তাব দিলেও গোপনে রাশিয়াকে(Russia) অস্ত্র সাহায্য করছে। এমনটাই দাবি আমেরিকার (America)। কিছুদিন আগেই চীনকে সতর্ক করেছিল আমেরিকা। আবার নতুন করে হুঁশিয়ারি দিল দেশটি। স্পষ্টভাবে জানাল, রাশিয়াকে অস্ত্র সাহায্য করলে চীনকে ভুগতে হবে। কিছুদিন আগে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, যেহেতু রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, এক্ষেত্রে রাশিয়াকে কোনরকম সহযোগিতা করা যাবে না। এমনি থেকেই চীন এবং আমেরিকার সম্পর্কে উত্তরোত্তর ফাটল ধরেই চলেছে। কয়েকদিন আগেই আমেরিকার আকাশ সীমায় দেখা গিয়েছিল চীনের বেলুন। এবার নতুন করে ফের সতর্কতা পেল চীন।
‘অমর উজালা’য় প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রবিবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিলে চীনকে মূল্য চোকাতে হবে। মিডিয়ার সাথে কথা বলার সময় সুলিভান বলেন, এই যুদ্ধ বেইজিংয়ের জন্য বাস্তব জটিলতা উপস্থাপন করে। বেইজিং কীভাবে এগিয়ে যাবে, সামরিক সহায়তা প্রদান করবে কিনা সে সম্পর্কে বেইজিংকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু চীন রাশিয়াকে সামরিক সহায়তা দিলে তার মূল্য দিতে হবে। ইউক্রেন যুদ্ধের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁর এমন বক্তব্য উঠে এসেছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, চীন সরকার রাশিয়াকে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে। যদিও বেইজিং এখনও সিদ্ধান্ত নেয়নি, কারণ রাশিয়া এবং চীনের মধ্যে সরঞ্জামের দাম আর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা চলছে। এই যুদ্ধ অপ্রত্যাশিত। এক বছর আগে, সবাই কয়েক দিনের মধ্যে কিয়েভের পতনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক বছর পরে জেলেনস্কি ঘোষণা করেছেন কিয়েভ নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমেরিকা রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস রবিবার বলেন, যুক্তরাষ্ট্র ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না এবং কখনোই স্বীকৃতি দেবে না। ওই অঞ্চল ইউক্রেনের অংশ।
আপাতত আমেরিকা নতুন করে কোন ঠান্ডা যুদ্ধ চাইছে না। এক্ষেত্রে সব রকম আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমেরিকা নিজেদের মূল্যবোধ আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় নানান পদক্ষেপ নিতে চায়। সমস্যার সমাধান করতে চায়। এমনকি তাইওয়ানকে কেন্দ্র করেও শান্তির পক্ষে রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে এক বছর পূর্ণ হল। এই যুদ্ধে না রাশিয়া জিতেছে, না ইউক্রেন হেরেছে। উপরন্তু পাল্টা মার দিতে শিখেছে ইউক্রেন। এই যুদ্ধের শান্তি প্রস্তাবের ক্ষেত্রে জাতিসংঘের গণ ভোটাভুটি হলে প্রায় ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। তবে এখনো পর্যন্ত রাশিয়া আর ইউক্রেন সরাসরি আলোচনায় বসতে চাইছে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম