।। প্রথম কলকাতা ।।
Red Thread Rules: আপনার হাতে কি লাল রঙের তাগা বাঁধা আছে? মাসের পর মাস সেই তাগা কবজিতে রেখে দিয়েছেন কী? দেখুন তো সেই তাগার রঙ ফিকে হয়ে গেছে কিনা। তাগার রঙ চটে গেলে কী হয় জানেন? জানেন কি, তাগা পরার পর তা কতদিন হাতে রাখা উচিত। আচ্ছা, ভেবে দেখুন তো, তাগা বাঁধার সময় আপনি কি করছিলেন? তাগা বাঁধার সঠিক নিয়ম কী আপনি জানেন? আমরা প্রায় সকলেই ডান হাতে তাগা পরি। জানেন কাদের কোন হাতে তাগা পরা উচিত?
হিন্দু ধর্মে পুজো বা কোনও শুভ অনুষ্ঠানে কবজিতে মৌলি বা তাগা বাঁধা হয়। অনেকে একে রক্ষাসূত্রও বলেন। এটা বৈদিক ঐতিহ্যের একটা অংশ। যজ্ঞের সময় হাতে তাগা বাঁধার প্রথা আজও চলছে। আবার এখানে অনেকে বিপত্তারিনী পুজোর পর তাগা বাঁধেন। পৌরাণিক গ্রন্থেও তাগার উল্লেখ পাওয়া যায়। সংকল্প সুত্রের পাশাপাশি রক্ষাসূত্র হিসেবে তাগা বাঁধার কারণও তাতে জানানো হয়েছে। পৌরাণিক গাথা অনুযায়ী, অসুর কুলের দানবীর রাজা ছিলেন বলি। অমরত্বের প্রতীক হিসেবে তাঁর কবজিতে রক্ষা সূত্র বেঁধেছিলেন ভগবান বামন। এটাকে রক্ষাবন্ধনের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।
এখন প্রশ্ন হল, রক্ষা সূত্র বা তাগা বাঁধার নিয়ম কী? কবজির তাগা কতদিন রাখতে হয়? কবজিতে তাগা বাঁধার পর খুলতে ভুলে যান অনেকেই। দীর্ঘদিন বাঁধা অবস্থাতেই থাকে।জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র বলছে, এর ফলে তাগা বাঁধার উদ্দেশ্য নষ্ট হয়। এর নির্দিষ্ট নিয়ম রয়েছে।
শাস্ত্র অনুযায়ী, কবজিতে ২১ দিন তাগা বেঁধে রাখতে হয়। এরপর খুলে ফেলতে হয়। এর কারণ, সাধারণত ২১ দিনে তাগার রঙ বিবর্ণ হতে শুরু করে। আর বিবর্ণ তাগা পরা কখনওই উচিত নয়। বিবর্ণ তাগা অশুভ মনে করা হয়। তাই ২১ দিন পর খুলে ফেলাই ভাল। কেউ পরে থাকতে চাইলে ২১ দিন পর শুভ সময় দেখে নতুন তাগা বাঁধতে পারেন।শাস্ত্রে এও বলা হয়েছে, বিবর্ণ তাগা পরে থাকলে ব্যক্তির চারপাশে নেতিবাচক শক্তি জমা হয়। তাই তাগা খুলে প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়াই নিয়ম।
এখন দেখে নেওয়া যাক, রক্ষা সূত্র বা তাগা বাঁধার নিয়ম কি কি? জেনে রাখুন,পুরুষ এবং অবিবাহিত মহিলারা ডান হাতে তাগা বাঁধতে পারেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাগা বাঁধতে হবে বাম হাতে। তাগা বাঁধার সময় সেই হাত মুঠো করে রাখতে হবে। অন্য হাত থাকবে মাথায়। তাগা কবজি বা বাহু যেখানেই বাঁধা হোক না কেন, বাঁধার সময় ৩ পাক ঘোরাতে হবে। তার কম বা বেশি নয়। অথচ অনেকেই এই সব নিয়ম জানতেন না।
দেখুন, আমরা মঙ্গলের জন্যই তো তাগা পরি। সেই বিশ্বাস থেকে তাগা পরলে নিয়ম মেনেই তা পরা ভালো। কাদের কোন হাতে তাগা পরা উচিত তা তো দেখলেন। হাতে বিবর্ণ তাগা থাকলে তা এখনই খুলে নদীর জলে ভাসিয়ে দিন। তাতে নেতিবাচক শক্তি দূর হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম