।। প্রথম কলকাতা ।।
Vastru Shastra: বারান্দায় বা এসিতে মাঝেমধ্যেই পায়রা বাসা করছে? তাদের জ্বালায় আপনি একেবারে অতীষ্ঠ, কিন্তু জানেন কি! পায়রার বাড়িতে আসলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। এই পাখিটিকে নিয়ে আপনার সব ধারণা ভুল শাস্ত্র কী বলছে জানেন? ফ্ল্যাটের ঘুলঘুলি থেকে পায়রাকে তাড়ানোর আগে এই প্রতিবেদনটি পড়ুন। পোষা পায়রা না থাকলেও অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসে। বাড়ি নোংরা করবে বলে আপনি তাড়িয়ে দেন। পায়রা যাতে বারান্দার রেলিংয়ে না বসতে পারে অনেকে কাঁটা বসান। কিন্তু এসব করে নিজের বিপদ ডেকে আনছেন তা জানেন?
শাস্ত্র অনুসারে বাড়িতে পায়রার উড়ে আসলে তা ভীষণ শুভ। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আপনার ব্যবসা বা চাকরিতে সমস্যা হলে পায়রা তাড়াবেন না। খাবার ও জল দিন তাতে আপনার আর্থিক সমস্যা দূর হবে। পায়রা দেখা খুব শুভ লক্ষণ। সে যত আপনার বাড়িতে থাকবে আপনার বাড়িতে বসে খাবার খাবে তত আপনার বাড়ির সমস্ত ঝামেলা বাধা দূর হবে। আপনার জীবনের সৌভাগ্য আসবে। সমস্ত অশান্তি থেকে আপনি বের হতে পারবেন। কোনও পায়রা যদি ছাদ, ব্যালকনি পেরিয়ে একেবারে ঘরের ভেতর ঢুকে আসে তবে ভুলেও তাকে তাড়াবেন না। তার মানে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসতে চাইছে।
আবার অনেকে আছেন না জেনে কিছু ভুল করছেন। বাড়ির ছাদে পায়রাকে খাওয়াচ্ছেন? কিন্তু, এটা করা উচিত নয়। পায়রাকে সব সময় বাড়ির উঠোনে খাওয়াতে হবে যার কারণে রাহুর দোষ দূর হয়। পায়রার বাসা থাকা ভাল না খারাপ ? পায়রার বাসা নিয়েও শাস্ত্র যা বলছে জানুন। ঘরে পায়রার বাসা বানানো অশুভ বলে মনে করা হয়। পায়রা বাসা তৈরি করলে বিশ্বাস করা হয় যে, তা বাড়িতে দুর্ভাগ্য এনেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা সরিয়ে ফেলুন। কারোর বৃহস্পতি খারাপ পরিস্থিতিতে থাকলে পায়রাকে খাচা থেকে মুক্ত করে দিন।তারা কোনও পাখিকে খাচাবন্দি করে রাখবেন না।
বহুকাল ধরেই অনেকে পায়রা পুষে আসছেন। আবার শহুরে অনেক বাড়িতেও পায়রা উড়ে এসে বসতে দেখা যায়। আবার সকাল সকাল পায়রাকে চাল বা অন্য কোনও অন্ন খাইয়ে থাকেন এমন লোকের সংখ্যাও কম নয়। বাড়িতে এই পাখি আসা খুব সাধারণ একটি ব্যাপার। আমাদের অনেকের বাড়িতেই পায়রা থাকে। পোষা পায়রা না থাকলেও অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসে। পায়রা আপনার ঘরে এলে তাকে দানা খাওয়ান, কিন্তু তাকে ঘরের ভেতর বাসা বাঁধতে দেবেন না। এমনটাই মত জ্যোতিষীদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম