।। প্রথম কলকাতা ।।
Mamata Shankar: আমি যেটা ঠিক মনে করবো বলব। আমারও ব্যক্তি স্বাধীনতা আছে। হঠাৎ কেন বলে উঠলেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর? কদিন আগেই শাড়ির আঁচল নামিয়ে পরা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। তারপরে তিনি সওয়াল করেন সধবাদের শাঁখা পলা পরার নিয়ম নিয়েও। অভিনেত্রী বলেছিলেন, আজকাল অনেকেই শাড়ি পরেন, কিন্তু আঁচল ঠিক থাকে না। বর্ষার অভিনেত্রীর এই বক্তব্যের পর তাকে কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয়। তবে এবার সব কিছুর জবাব দিয়েই দিলেন মমতা শঙ্কর। কি বললেন?
সাজে পোশাকে বাঙালিআনার সঙ্গে কখনও আপোশ করেননি মমতাশঙ্কর। আপনারা তো তাঁকে বেশ কয়েক দশক ধরে দেখছেন। সত্যজিত রায় তাঁর ছবিতে আলাদা জায়গা দিয়েছিলেন মমতাশঙ্করকে। সাজসজ্জা নিয়ে কখনোই পরীক্ষানিরীক্ষায় যাননি মমতা শঙ্কর। মমতা শঙ্কর মনে করেন, বিদেশে যদি ওয়েডিং রিং পরে থাকা যায় তাহলে শাঁখা পলা পরতে এখানে কোথায় অসুবিধা? আসলে হিন্দু ধর্মে সধবার প্রতি হিসেবে মানা হয় শাঁখা পলা সিঁদুরকে। অভিনেত্রীকেও বেশিরভাগ সময় দেখা যায় দুই হাতে শাঁখা-পলা নোয়ায়। সিঁথিতে সিঁদুর।
তিনি বলেন,আমি যদি টিপ পরতে পারি, তাহলে কেন শাঁখা, পলা বা লোহা পরব না। আমি সিনেমায় অভিনয়ের জন্য শাখা পলা খুললেও, লোহা আমার সবসময় গায়ে থাকে।এগুলো আমি খুব মানি। তবে তাঁর মন্তব্যের পর ধেয়ে এসেছে নানান রকম ট্রোল। এক সংবাদমাধ্যমে পিয়া চক্রবর্তী জানিয়েছিলেন, বিয়ের আংটি স্বামী স্ত্রীর উভয় পরেন।তাই এই তুলনা যুক্তিপূর্ণ নয়। অভিনেত্রী সন্দীপ্তা বলেছিলেন, প্রত্যেকে নিজস্ব মত রয়েছে। আমি এখন শাঁখা পলা পরি না, বিয়ের পরে প্রথমে একমাস পরেছিলাম, ভালো লাগতো।আবার গায়িকায় ইমন চক্রবর্তী বলেছিলেন, শাঁখা পলা পরতে পছন্দ করেন। আজকাল অনেক অবিবাহিতরাও পোশাকের সঙ্গে শাঁখা পলা পরছেন।
আনন্দের সঙ্গে যেটাই করা হবে তাতে ভুল নেই বলেই মনে করেন গায়িকা। আর এবার বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতার শঙ্কর বলেই ফেললেন, আমি যেটা ঠিক মনে করব বলব। আমার কথা মানতেই হবে তার কোন মানে নেই। আমারও মত প্রকাশের স্বাধীনতা আছে। যাদের ট্রোল করার ইচ্ছে তাদের যেমন আমাকে নিয়ে নানান রকম কথা বলার স্বাধীনতা আছে, আমাকে খারাপ কথা বলার স্বাধীনতা আছে। তেমনই আমার মতটা জানানোরও জায়গা থাকা উচিত। অভিনেত্রী পরিষ্কার জানিয়েছেন, তিনি সত্যি কথা বলা, ঠিক কথা বলা থেকে কখনোই দূরে থাকবেন না।
তাঁর মনে হয়, স্বাধীনতার মধ্যে একটা কাঠামো থাকা খুব দরকার। তবে এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী মমতা শঙ্কর। তবে অনেকেই বলছেন, বর্ষীয়ান অভিনেত্রী কি বলতে চাইছেন তা বুঝতে হবে। আসলে তিনি হয়তো বলতে চাইছেন, পোশাক পরার ধরন নির্বাচনের সময় যেন মর্যাদার কথা মাথায় থাকে। তিনি হয়তো বলতে চাইছেন, শাড়ি পরার মাধ্যমে যেন মার্জিত পরিশীলিত রূপ বজায় থাকে। তবে তাঁর মত মানতেই হবে এমন কথা বলছেন না প্রখ্যাত এই নৃত্যশিল্পী। তিনি বলছেন, আমার কথা কেউ মানুক আর না মানুক, আমি আমার মত প্রকাশ করার সাহস দেখিয়ে যাব।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম