।। প্রথম কলকাতা।।
Medical Student Death : ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত ডাক্তার হবার স্বপ্ন চোখে নিয়ে যাত্রা শুরু করেছিলেন কিন্তু সেই যাত্রা মাঝ পথেই থামাতে হল। টিবি প্রাণ কাড়ল ভবিষ্যতের ডাক্তার তথা কলকাতা মেডিকেলের মেধাবী পড়ুয়া কৌশিক রেজার। দীর্ঘ সাত মাস ধরে ধরে টিবির সঙ্গে লড়াই করে চলেছিলেন তিনি। কিন্তু অবশেষে জীবন যুদ্ধে তাকেই হার মানতে হল। বন্ধুর মৃত্যুতে শোকাহত সহপাঠী মহল।
কৌশিক জয়েন্টে ভালো ফল করে ভর্তি হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজে। শুধুমাত্র সে যে মেধাবী ছাত্র ছিল তাই নয়, গান গাইতে ভীষণ ভালোবাসতো কৌশিক । তাঁর গানের গলা, বন্ধু মহলে ছিল বেশ জনপ্রিয়। লেখালেখিতেও হাত পাকা ছিল কৌশিকের। বন্ধুদের মন খারাপের রাতে তাদের গান শোনানো থেকে শুরু করে সিলেবাসে কোথাও কোন ডাউট মানেই সমাধান কৌশিকের কাছে। মোটা মোটা যে ডাক্তারি বই পড়তে অন্যান্যরা ভয় পেত সেই বই ছাড়া নিজের কনসেপ্ট তৈরি করতে নারাজ ছিল কৌশিক।
কলকাতা মেডিকেল কলেজের এই পড়ুয়া ভর্তি হয়েছিলেন শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে । কৌশিককে কাবু করেছিল মাল্টি ড্রাগ রেজিস্টেন্স টিবি। আর তাঁর উপরে বাড়তি সমস্যা সৃষ্টি করে জন্মগত ইমিউনিটির ঘাটতি। কোন রকম ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাত মাস ধরে ভীষণভাবে বেঁচে থাকার লড়াইয়ে মগ্ন ছিলেন কৌশিক। অবশেষে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন এই পড়ুয়া ।
প্রসঙ্গত, শুধু কৌশিক নয় দেশে এবং রাজ্যের ক্রমাগত টিবি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যা উদ্বেগ সৃষ্টি করার জন্য যথেষ্ট। জি ২৪ ঘন্টা সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি পরিসংখ্যান বলছে চলতি বছরে অগাস্ট মাস পর্যন্ত টিবিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭০৩ জনের। প্রতিবছর দেশে প্রায় এক লক্ষ টিবি আক্রান্ত রোগী চিহ্নিত হন। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন , টিবি খানিকটা আমাদের চেনা শত্রুর মত । অনেক সময় আমরা একে এড়িয়ে চলতে চেষ্টা করি। তাই টিবির লক্ষণ গুলি যদি শরীরে দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে বজায় রাখতে হবে সচেতনতা।
টিবির লক্ষণ গুলি কী কী?
* দু সপ্তাহের বেশি জ্বর
* গলায় গাঁট , ১৪ দিনের বেশি কাশি
* অনেকদিন থেকে ক্রমাগত ওজন কমতে থাকা
* পেটে জল জমার সমস্যা
* মলের সঙ্গে রক্ত নির্গত হওয়া
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম