।। প্রথম কলকাতা ।।
Prosenjit Chatterjee: আজ, ২০ জানুয়ারি বক্স অফিসে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ছবি ‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan)। কাবেরী কোথায় হারিয়ে গেল এবার তা জানবে গোটা বাংলা। এর আগে ছবির প্রচারের জন্য কাবেরী হারিয়ে যাওয়ার পোস্টার পড়েছিল চারিদিকে। ছবিতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী (Srabanti Chattapadhya) ছাড়া কৌশিক সেন (Kaushik Sen), চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য রয়েছেন। নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে এক অন্য ভূমিকায় ধরা দেবেন বুম্বাদা। এদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির প্রসঙ্গে কথা বলেছেন অভিনেতা।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টাকে এক সাক্ষাৎকারে ছবির সম্পর্কে জানানোর পাশাপাশি সত্তরের দশকে তিনি কী ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তা নিয়েও কথা বলেছেন। যদিও তাঁর বয়স তখন অল্প ছিল। তাই একপ্রকার ফিকে হয়ে গিয়েছে সমস্ত কিছু। তাঁর (Prosenjit Chatterjee) বক্তব্য, ‘কোনও রাজনৈতিক দর্শন ছিল না। খুব ছোট ছিলাম, বড় হয়ে এই নিয়ে পড়েছি। বিষয়টা বুঝেছি। টালিগঞ্জের বাড়িতে তখন থাকতাম আমি, মা আর বোন। কাজের কারণে বেশিরভাগ সময় বাবা থাকতেন মুম্বইতে। মা নিরাপত্তাহীনতায় ভুগতেন। সন্ধ্যা হতে না হতেই আলো চলে যেত। মোমবাতির আলোয় পড়তে হত। অবশেষে সকলকে নিয়ে দমদমে মামাবাড়িতে চলে আসে মা। সেখানে যৌথ পরিবার, রয়েছে অনেক লোকজন। বাইরে যাওয়ার সে সময় কোনও উপায় ছিল না। তাই বাড়ির ছোটদের গল্প পড়ে শোনাতেন দিদিমারা। দরজা-জানলা বন্ধ রাখা হতো, যাতে গোলাগুলির আওয়াজ কানে না আসে।
প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে বুঝেছি বাড়িতে শোকের ছায়া নেমেছে। তখন অনেকটাই ছোট, সেভাবে বুঝে উঠতে পারতাম না। একটা ঘটনা শুধু মনে আছে। তখন আমার নিকট কোনও আত্মীয়র সঙ্গে কিছু হয়েছিল। মাসির সঙ্গে যাঁর বিয়ের কথা ছিল। হঠাৎই নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর আর খুঁজে পাওয়া যায়নি কোনওদিনই। সেসময় বন্ধ ছিল স্কুল যাওয়া। এরকমই কিছু হালকা হালকা ঘটনা মনে থেকে গিয়েছে’। যদি সেই সময় বয়সটা একটু বেশি থাকতো, তাহলে হয়তো সব কথাই মনে থাকতো বুম্বাদার।
‘কাবেরী অন্তর্ধান’ মুক্তির পাঁচ দিনের মাথায় বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ (Pathaan)। ইতিমধ্যেই ছবির ট্রেলার হইচই ফেলেছে দর্শকম মহলে। অনেকে ‘পাঠান’-এর জন্য টিকিট আগে থাকতেই বুক করে রাখছেন। সেক্ষেত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্য বিষয়টা কতটা কঠিন হবে, তা এখনই বলা মুশকিল। কিন্তু পরিচালকের কথায়, ‘আমি শাহরুখকে ভালোবাসি। সবাই ‘পাঠান’ দেখে আমার ছবি দেখুক। ‘হুবলী ২’ মুক্তির সময়ও আমার একটি ছবি মুক্তি পেয়েছিল। এসব নিয়ে আমি এত ভাবি না’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম