।। প্রথম কলকাতা ।।
Poush Mela: শান্তিনিকেতনে (Shantinektan) শুরু হল পৌষমেলা (Poush Mela)। মেলা চলবে পাঁচ দিন। এদিন পৌষমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পৌষ মেলা বন্ধ করার সিদ্ধান্ত মানুষ ভালভাবে নেয়নি’। শান্তিনিকেতনে রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তার পাশাপাশি দূষণ মুক্ত মেলা করতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন। এবিপি আনন্দে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের, কেউ এটা কলুষিত করুক চাই না।বিশ্বভারতী কোনও স্বৈরাচারী মনোভাব নিয়ে চালালে হবে না। সম্মান দিতে হবে আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই।” তিনি এর সাথে সংযোজন করে বলেন বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা বন্ধের সিদ্ধান্ত মানুষ ভাল ভাবে নেয়নি।
এই মেলার আয়োজন করছে না বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট। এবারের মেলার আয়োজন করা হয়েছে বীরভূম জেলা প্রশাসনের তরফে। ইতিমধ্যেই যাবতীয় আয়োজন করে নেওয়া হয়েছে। মেলায় বসেছে বিভিন্ন দোকানপাতিও। করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। কোনও নির্দিষ্ট সময় নেই মেলা খোলা থাকার। শীতকালের রাত তাই ১০টার মধ্যে দোকানপাঠ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, শীত-বাঙালি এবং আবেগ-এই তিনটি শব্দকে যেন জুড়ে দেয় শান্তিনিকেতন পৌষমেলা।দীর্ঘ টালবাহানার প্রায় ৩ বছর পর সব মতানৈক্য কাটিয়ে আজ থেকে শুরু হল পৌষমেলা। এবারের মেলায় থাকছে প্রায় ১২০০ রও বেশি স্টল। পৌষমেলার রুটম্যাপ শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে , যারা বহু দূর থেকে আসবেন মূলত তাদের সুবিধার্থেই এই ব্যবস্থাপনা রাখা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য রাখা হয়েছে ১৬০০ রও বেশি পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম