।। প্রথম কলকাতা।।
Arijit Singh: অরিজিৎ সিং এর গান মানেই ভক্তদের কাছে আবেগ। নিজের সুরেলা কন্ঠের জাদু তিনি এমনভাবে ভক্তদের মধ্যে ছড়িয়েছেন যে সামনে থেকে তাঁর গান শোনার উৎসাহ চরম মাত্রায় পৌঁছেছিল অ্যাকোয়াটিকা কনসার্টে (Concert)। অনুরাগীরা বেজায় খুশি। সামনে থেকে অরিজিৎ সিং এর গান শুনতে পাওয়া এক বিরাট উপলব্ধি তাদের কাছে। কিন্তু এই রকম পরিস্থিতিতে হঠাৎই অরিজিৎ সিং (Arijit Singh) নিজের ফেসবুক পেজে ক্ষমাপ্রার্থনা করে বসলেন। যা দেখে প্রথমে কিছুটা হকচকিয়ে যান অনুরাগীরা। কোন অপরাধের জন্য ক্ষমা চাইছেন অরিজিৎ ? কী এমন ঘটনা ঘটল যার জন্য ফেসবুক পেজে ক্ষমা চাইতে হল তাকে?
তবে আসল ব্যাপারটা এখানে অন্য কিছু। গত শনিবার কলকাতার কনসার্টে অরিজিৎ গান গাইতে এসেছিলেন। আর তাঁর গান শুনতে এসেছিলেন লক্ষ লক্ষ অনুরাগী। সেই অনুরাগীদের কাছেই অভিজিৎ ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে এখানে কারণটা সম্পূর্ণ আলাদা। বুধবার শিল্পী নিজের ফেসবুক পেজে একটা পোস্ট (Post on Facebook) করেন। সেখানে তিনি কলকাতা শহরবাসীর কাছে ক্ষমা চান কনসার্টের কিছু অব্যবস্থার জন্য। শনিবারের ওই কনসার্ট শেষ হওয়ার পরে আয়োজকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। যেগুলি সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।
পোস্টে অরিজিৎ লেখেন, ‘কলকাতা, আমি দুঃখিত কারণ আপনাদেরকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে তারপর হেঁটে ভেন্যুতে এসে উপস্থিত হতে হয়েছিল। আমি ক্ষমাপ্রার্থী কারণ আপনাদের সহ্য করতে হয়েছে অ্যাকোয়াটিকার অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার উপদ্রব। আমি ক্ষমা চাইছি কারণ ভলেন্টিয়ারদের একাংশ বহু সংখ্যক মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন’। হ্যান্ড ব্যান্ডের জন্যেও বহু মানুষ ভেতরে আসতে পারেননি। সেই বিষয়টিকে মাথায় রেখেও ক্ষমা চেয়ে নিয়েছেন অরিজিৎ সিং।
সবশেষে তিনি লেখেন, ‘কিন্তু তারপরও আমাকে যেভাবে আপনারা ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমার হৃদয় জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব আগামীতে এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে দিতে পারি। সবাই ভালো থেকো’। তবে অরিজিতের পোস্টে অনুরাগীদের কমেন্ট দেখে মনে হচ্ছে এই সমস্ত বিষয় তাঁরা বিশেষ গুরুত্ব দেননি। প্রিয় গায়কে একবার সামনে থেকে দেখার জন্য, তার গান শোনার জন্য এইটুকু কষ্ট করতে তাঁরা রাজি। প্রথম সারির জনপ্রিয় সঙ্গীত শিল্পীর এমন ক্ষমা প্রার্থনায় প্রশংসার ঝড় বয়ে গিয়েছে কমেন্টে। সকলেরই প্রায় এক ধারণা, সাফল্যের শিখর স্পর্শ করলেও এখনও পর্যন্ত মাটির ছেলে অরিজিৎ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম