।। প্রথম কলকাতা।।
WAPCOS Recruitment: WAPCOS লিমিটেডের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কর্মী নিয়োগ করা হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এজেন্সির মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের প্রজেক্টের কাজের জন্য। একশোরও বেশি শূন্যপদ রয়েছে বর্তমানে। এক্ষেত্রে চাকরির জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কতগুলি শূন্যবাদ রয়েছে, প্রতিমাসে বেতন কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি কী এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রইল আজকের প্রতিবেদনে।
পদ: ফিল্ড সুপারভাইজার
মোট শূন্যপদ: ফিল্ড সুপারভাইজার পদে মোট ১২০ জনকে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে Electrical Engineering/ Electrical and Electronics/ Electronics and Communication/ Electrical and Instrumentation এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে B. E/B.Tech/ Diploma ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। আর বয়সের হিসাব করা হবে ২০২৩ এর ১ জানুয়ারি অনুযায়ী।
মাসিক বেতন: ফিল্ড সুপারভাইজারদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ১৪ হাজার থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও বাইক এবং ল্যাপটপের খরচ বাবদ মাসিক মিলবে ৪ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হবে অনলাইনে। তবে নিয়োগ পদ্ধতি হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগেই চাকরিপ্রার্থীদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে উক্ত ফিল্ড সুপারভাইজার পদের জন্য নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ: ০৪.০২.০২০২৩ এবং ০৫.০২.২০২৩
ইন্টারভিউয়ের সময় এবং স্থান: উল্লেখিত দিনগুলিতে সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ নেওয়া হবে WAPCOS Project Office, Lucknow, 3/309, Vokrant Khand, Gomti Nagar, Lucknow (UP) -226010।
আবেদনকারীদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অবশ্যই নিজের বায়োডাটা নিয়ে যেতে হবে। আর সেই বায়োডাটার মধ্যে তাঁর শিক্ষাগত যোগ্যতা, তাঁর অতিরিক্ত দক্ষতা সম্পর্কে সবকিছুই বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য আরও তথ্য পেতে অবশ্যই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.wapcos.gov.in ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম