।। শান্তনু মজুমদার ।।
শুরুটা করেছিলেন শিশুশিল্পী হিসাবে, বয়স তখন মাত্র ৫। টলিউড কি সেই ঋত্বিকা সেনকে মনে রেখেছে? একসময়ে দেব-বনির নায়িকা বরবাদ থেকে রাজা রানী রাজি। আবার অপর্ণা সেনের আরশিনগরের নায়িকাও হয়েছেন হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? বেশিরভাগ ছবিতে বনিরই নায়িকা ঋত্বিকা। এখন দুজনের সম্পর্ক ঠিক কেমন? টলিউডে নায়িকাদের ভিড়ে হারিয়ে যাচ্ছেন ঋত্বিকা সেন? প্রেম করছেন? সবটা আমাদের কাছে ফাঁস করলেন এই নায়িকা।
পর্দায় দেখে মনে হয়েছিল তাদেরটা যেন রিয়েল লাভস্টোরি৷ সে লাভ স্টোরি তে সাতপাকে ঘোরা, সিঁদুরদান কিছুই নেই৷ কিন্তু আছে তীব্র প্রেম৷ অর্পণা সেনের আরশিনগরের কথা বলছি। দেবের সাথে ঋত্বিকা সেনের ভালোবাসার রসায়ন দেখে মনে হবে যেন রোমিও জুলিয়েট। সেই ঋত্বিকা সেনকে দেবের নায়িকা হিসেবে আর কেন দেখা গেল না? হান্ড্রেড পার্সেন্ট লাভ, চ্যালেঞ্জ টু থেকে বরবাদ, শাহজাহান রিজেন্সি। কিন্তু কেরিয়ার বেশিরভাগ ছবিতে বনিরই নায়িকা হয়েছেন। সেই বনির সাথে কেমন সম্পর্ক এই নায়িকার? সবটা খোলাখুলি আমাদের জানালেন অভিনত্রী। অভিনয় থেকে বিদায় নেননি ঋত্বিকা তবে টলিউড ছেড়ে তামিল ও তেলেগু ছবিতে মন তাহলে কি ঋত্বিকাকে টলিউডের কোনও পরিচালকের থেকে কাজের অফার আসে না? যদিও একথা তুড়ি মেরে উড়িয়ে দিলেন অভিনেত্রী। ঋত্বিকা আমাদের জানান বেছে বেছে কাজ করতেই তিনি পছন্দ করেন। কিন্তু দর্শকের প্রশ্ন এতো কাজ বাছতে গিয়েই অনান্য টলি নায়িকার থেকে পিছিয়ে পড়ছেন না তো।
বরবাদ, রাজা রানি রাজি, জিও পাগলা, লাভ স্টোরি -এর মতো ছবিতে বনির সঙ্গে কাজ করেন ঋত্বিকা। এখন কৌশানী ছাড়া বনিকে ছবি করতে দেখাই যায় না। ঋত্বিকার সাথে এককালের তাঁর নায়কের কেমন সম্পর্ক? বনি কী নায়িকার খোঁজ রেখেছেন? বরবাদ যখন করেছেন তখন স্কুলের ছাত্রী। বনির প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন ঋত্বিকা তবে বনির সাথে নাকি কোনও যোগাযোগই নেই টলিউডে যেসব নায়িকার প্রযোজনা সংস্থা রয়েছে
তারাও নাকি ডাকেননি অভিনেত্রীকে যদিও তা নিয়ে ক্ষোভ নেই ঋত্বিকার। শুধু বনি, দেব নয় কাদজ করেছেন অঙ্কুশের সাথে অনির্বাণ ভট্টাচার্য থেকে পরমব্রত চট্টোপাধ্যায় এমনকী জিতের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু টলিউডে গুনে গুনে ১০ টাও বন্ধু নেই ঋত্বিকার। চুটিয়ে তামিল তেলুগু ছবিতে কাজ করছেন। দেখা গিয়েছে বিজয় সেতুপতির মত সুপারস্টারের সঙ্গে। ২২ বছর বয়সেই দক্ষিণের একজন নামী নায়িকা হয়ে উঠেছেন ঋত্বিকা। টলিউডে ছবি না করলেও দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে নিজের দাপট বাড়াচ্ছেন। তবে ফের বাংলার টানে ছবি করতেও পারেন নায়িকা। টলিউডকে কখনও ভুলতে পারবেন না ঋত্বিকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম