।। প্রথম কলকাতা ।।
Prothom Kolkata: দেখতে দেখতে পাঁচটা বছর পেরিয়ে এলাম। ‘প্রথম কলকাতা’ পদার্পণ করল ৬ এ। এই এতটা পথ চলা কিন্তু সহজ ছিল না। যদি না আপনারা পাশে থাকতেন। আপনারা মূল্যবান সময় দিয়েছেন, দিচ্ছেন, ধৈর্য ধরে ‘প্রথম কলকাতা’র খবর দেখছেন, সত্যি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ‘প্রথম কলকাতা’র যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালের ২৭শে জুন। কেমন ছিল ‘প্রথম কলকাতা’র প্রথম ভিডিও? পোস্ট করা হয়েছিল সিটি অফ জয় কলকাতার স্কাই ভিউ।
পাঁচ বছর আগের সেই ভিডিওটি দেখেছেন মাত্র ১৫৩ জন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে কোন অতিরিক্ত শব্দ বা গান সংযুক্ত করা হয়নি। শুনতে পাবেন না কোনো ভয়েস ওভার। আকাশপথ থেকে ফোনে বন্দি কলকাতার দৃশ্য ছিল অসাধারণ। মেঘের রাজ্য থেকে ধারণ করা দৃশ্যে, তিলোত্তমার কংক্রিটের সুবিশাল ইমারত গুলোকে লাগছিল খেলনা বাড়ির মতো। তখন সাবস্ক্রাইবারের সংখ্যাও ছিল হাতে গোনা। আজ সিটি অফ জয় কলকাতা থেকে ‘প্রথম কলকাতা’ জায়গা করে নিয়েছে দেশ-বিদেশের অসংখ্য বাঙালি দর্শকদের মনে। পাড়ি জমিয়েছে এক সীমাহীন যাত্রাপথে।
সম্প্রতি ‘প্রথম কলকাতা’ ইউটিউব চ্যানেল আট লক্ষের মাইলফলক অতিক্রম করেছে। ফেসবুক পেজেও রয়েছে প্রায় ২.২ মিলিয়ন ফলোয়ার্স। এছাড়াও ভারতের জনপ্রিয় খবরের ওটিটি ডেইলি হান্ট অ্যাপে রয়েছে প্রায় ৬৬ হাজার সাবস্ক্রাইবার। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ভিউ রয়েছে ‘প্রথম কলকাতা’র ঝুলিতে। ৫ পেরিয়ে ৬-এ পদার্পণ করার সাথে সাথে ‘প্রথম কলকাতা’র সহযোগী চ্যানেলের সংখ্যাও আজ ৬। শুধু প্রথম কলকাতা নয়, একই ছাতার তলায় রয়েছে প্রথম বাংলা, প্রথম ভারত, সিনে চক্কর, বাংলা ক্লিক আর এক্সট্রা স্পোর্টস। এই প্রত্যেকটি প্ল্যাটফর্ম প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে শুধু মাত্র আপনাদের ভালোবাসায়।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ড্রয়িং রুম থেকে মনের কোণে পৌঁছে যাচ্ছে ‘প্রথম কলকাতা’। আন্তর্জাতিক থেকে শুরু করে দেশের খবর, সেলেবদের সাক্ষাৎকার থেকে খেলার ময়দান, ‘প্রথম কলকাতা’ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদের বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। আপনাদের আশীর্বাদ আছে বলেই আমাদের মনে এত জোর। এভাবেই আপনাদের ভালোবাসায় আরো হাজার বছর পেরোতে চাই। পাশে থাকবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম