।। প্রথম কলকাতা ।।
Dark Elbows Home Remedies: কনুয়ের কালো দাগ নিয়ে অস্বস্তিতে রয়েছেন? যতই সাজগোজ করুন সকলের চোখ যাবে কালো দাগের উপর। দিনের পর দিন যেন বাড়ছে। কীভাবে কমাবেন কনুয়ের কালো দাগ? ঘরোয়া উপায়েই পেতে পারেন সমাধান। শুধু এই কয়েকটা টিপস মেনে চলতে হবে।
দীর্ঘ দিনের অবহেলায় কনুই কালো এবং শক্ত হয়ে যায়।কনুই খোলা থাকে, ফলে সেখানে কালো দাগ ছোপ থাকলে সেটা ভালো লাগে না দেখতে। ফলে মুখের সঙ্গে এগুলোর দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আলু ব্যবহার করতে পারেন। আলুতে থাকা বিভিন্ন উপাদান দাগ কমাতে সাহায্য করে। তাই আলু থেঁতো করে তাতে দই মিশিয়ে কনুই ও ঘাড়ে লাগান। তারপরে শুকানো হওয়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আপনি চাইলে ১০ থেকে ১৫ মিনিট পরেও জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এমন এক সপ্তাহ করে দেখুন।
কনুয়ের দাগ তুলতে দই কতটা কাজের জানেন? দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ। দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ দই, দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে ঘন
মিশ্রণ তৈরি করে কনুইয়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলুন। এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করুন। উপকার পাবেন। চিনি স্ক্রাবার হিসেবে কাজ করে, এটা ত্বকের জমে থাকা মৃত কোষ, ময়লা দূর করতে সাহায্য করে। অলিভ অয়েল শরীরে পুষ্টি জোগায়। ফলে দুটোকে মিশিয়ে একটা মিশ্রণ বানান। এক চামচ চিনি এক চামচ অলিভ অয়েল নিন। এবার এটাকে মিশিয়ে কনুই আর হাঁটুতে লাগান। এবার কিছুক্ষণ ধরে ঘষুন তারপর আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
আপেল সাইডার ভিনিগার ত্বকের জন্য খুবই ভালো। এমনকী চুলের যত্নে ও স্ক্যাল্প পরিষ্কার রাখার জন্যেও। আপেল সাইডার ভিনিগার খুব কাজে আসে। আপনিও এটি ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবেই ব্যবহার করতে পারেন আপনি। এর জন্য দুই চামচ আপেল সাইডার ভিনিগার নিন। দুই চামচ বেকিং সোডার সঙ্গে মিশিয়ে নিন। অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। তাই এখনও পর্যন্ত অলিভ অয়েলের ব্যবহার অপ্রাসঙ্গিক হয়ে যায়নি।
এক টেবিল চামচ অলিভ অয়েল নিন। তার সঙ্গে এক টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। এবার দুটি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। আপনার কনুইয়ে সেই মিশ্রণ লাগিয়ে নিন। ২ মিনিট স্ক্রাব করুন। তারপর কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
আমাদের মধ্যে অনেকেরই কনুইয়ে কালো দাগছোপ পড়ে গিয়েছে। যা দেখতেও খুবই খারাপ লাগে। দিনের পর দিন একই জায়গায় ঘষা খেতে খেতে কনুইয়ে কালো ছোপ পড়ে যায়। তাই একটু কনুইয়ের যত্ন নিন। দেখবেন উপকার পাবেনই। বলছেন বিশেজ্ঞদের একাংশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম